BMW CE 02: না বাইক, না স্কুটার, পুজোর আগে অভিনব ইলেকট্রিক টু-হুইলার আনছে বিএমডাব্লিউ

ছকভাঙা লুকের ইলেকট্রিক টু-হুইলার আসছে ভারতে। BMW CE 02 নামের এই দু’চাকার বৈদ্যুতিক গাড়িটি বাইক ও স্কুটারের সংমিশ্রণ বলা চলে। তবে স্কুটির ক্যাটাগরিতেই ফেলা হয়েছে…

bmw ce 02 electric scooter india launch this month

ছকভাঙা লুকের ইলেকট্রিক টু-হুইলার আসছে ভারতে। BMW CE 02 নামের এই দু’চাকার বৈদ্যুতিক গাড়িটি বাইক ও স্কুটারের সংমিশ্রণ বলা চলে। তবে স্কুটির ক্যাটাগরিতেই ফেলা হয়েছে একে। ভারতে এটি লঞ্চ হবে সেপ্টেম্বরে। বিএমডাব্লিউ অফিশিয়ালি টিজার প্রকাশ করে এই বিষয়ে নিশ্চিত করেছে।

BMW CE 02 সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হবে

BMW CE 02 একটি আরবান EV, যা TVS তাদের হোসুরের কারখানায় তৈরি করে বিশ্বজুড়ে রপ্তানি করে। এই ইভি প্ল্যাটফর্মটি জার্মান ও ভারতীয় সংস্থাটি মিলে তৈরি করেছে। এই পার্টনারশিপের কারণে টিভিএস তাদের পণ্যে গাড়িটির ফিচার্স ও প্রযুক্তি ব্যবহারের অনুমতি পেয়েছে।

আরও পড়ুন : Vivo X200 Pro বাজারে আসতেই ঝড় তুলবে, 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি

স্পেসিফিকেশন কেমন হবে

স্পেসিফিকেশনের কথা বললে, BMW CE 02 মডেলে 2kWh ব্যাটারি রয়েছে৷ ব্যাটারিটি সিঙ্গেল ও ডুয়েল ব্যাটারি প্যাক অপশনে বেছে নেওয়া যায়। স্কুটারটি 90 কিলোমিটার রেঞ্জ ও 95 কিলোমিটার টপ স্পিড এবং 45 কিলোমিটার রেঞ্জ ও 45 কিলোমিটার টপ স্পিড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গাড়িটি দেখতে যেমন স্টাইলিশ তেমনই ফিচার্স আধুনিক।

আরও পড়ুন : BMW CE 02: না বাইক, না স্কুটার, তাহলে কি? মোটা চাকার গাড়ি দেখে চক্ষু চড়কগাছ সবার

দাম কত রাখা হতে পারে

বিএমডাব্লিউ তাদের নতুন ইভি টু-হুইলারের দাম 5 লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখতে পারে। ফলে এটি দেশের অন্যতম দামি ইলেকট্রিক স্কুটারের তকমা পাবে। জানিয়ে রাখি, বর্তমানে ভারতের সবচেয়ে দামী ই-স্কুটার জার্মান সংস্থাটিই বিক্রি করে, যার নাম BMW CE 04 ও দাম 15 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন