BMW মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল, মাত্র ৯৯৯৯ টাকায় বাড়ি আনার সুযোগ

BMW CE 02 ইলেকট্রিক স্কুটার অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এতদিন ধরে ভারতে তৈরি হয়ে বিদেশে রপ্তানি হলেও, এই প্রথম দেশবাসীর চালানোর জন্য মডেলটি বাজারে আনল জার্মান…

Bmw Ce 02 Electric Scooter Launched In India At Rs 4 49 Lakh

BMW CE 02 ইলেকট্রিক স্কুটার অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এতদিন ধরে ভারতে তৈরি হয়ে বিদেশে রপ্তানি হলেও, এই প্রথম দেশবাসীর চালানোর জন্য মডেলটি বাজারে আনল জার্মান সংস্থা। আর্বান টু-হুইলার ইভি হিসাবে এসেছে এটি। এমন স্টাইলের ইলেকট্রিক স্কুটার সচরাচর দেখা যায় না।

BMW CE 02 এয়ার-কুলড সিঙ্ক্রোনাস মোটর দ্বারা পরিচালিত। এতে থাকা ৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ফুল চার্জ অবস্থায় ১০৮ কিলোমিটার (ICAT সার্টিফাইড) রেঞ্জ প্রদান করে। স্কুটারটি ৩ সেকেন্ডে ০-৫০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৯৫ কিলোমিটার।

স্কুটারটির ডিজাইন খুব মিনিমালিস্টিক রাখা হয়েছে৷ বডি প্যানেল নেই বললেই চলে। মোটর ও ব্যাটারি প্যাকের উপর এটি নির্মিত বলে মনে হবে। স্ট্যান্ডার্ড ০.৯ কিলোওয়াট চার্জারে ব্যাটারি প্যাকটি ৫ ঘন্টা ১২ মিনিটের মধ্যে ফুল চার্জ হবে। অন্যদিকে, ১.৫ কিলোওয়াট চার্জারে ৩ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে চার্জ হবে।

BMW CE 02 দুটি ট্রিমে উপলব্ধ৷ বেস মডেলে LED ইল্যুমিনিশেন, USB টাইপ-সি চার্জিং পোর্ট, দুটি রাইড মোড – ফ্লো, সার্ফ, সিঙ্গেল-চ্যানেল ABS, স্টেবিলিটি কন্ট্রোল, রিভার্স মোড, কীলেস, অ্যান্টি-থেফট অ্যালার্ম এবং একটি ৩.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে।

অন্যদিকে, টপ ট্রিম বা হাইলাইন প্যাকেজে ফ্ল্যাশ নামক একটি অতিরিক্ত রাইড মোড, সোনালি অ্যানোডাইজড ফর্ক, তিন রঙের সিট, হিটেড গ্রিপ, স্মার্টফোন কানেক্টিভিটি, অটোমেটিক স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম রয়েছে। বিএমডব্লিউ সিই ০২ ভারতে ৪.৪৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়েছে। এটিই দেশে তাদের সবচেয়ে সস্তা ই-স্কুটার। সংস্থা ৯,৯৯৯ টাকার মাসিক কিস্তিতেও কেনার সুযোগ দিচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন