BMW CE 04: চোখ ফেরানো দায়! বিশ্বের সবচেয়ে হাই-টেক ই-স্কুটার আসছে ভারতে

ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার ক্রমশ চাঙ্গা হচ্ছে। তাই সাশ্রয়ী মূল্যের মডেলের পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টকে লক্ষ্য করে...
SUMAN 22 Jun 2024 5:28 PM IST

ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার ক্রমশ চাঙ্গা হচ্ছে। তাই সাশ্রয়ী মূল্যের মডেলের পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টকে লক্ষ্য করে নানা টু-হুইলার আসছে মার্কেটে। এবার বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) এদেশে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল। আগামী ২৪ জুলাই ভারতে আসছে BMW CE 04। এটি দেশের সবচেয়ে দামী হাই-টেক প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার হতে চলেছে বলে শোনা যাচ্ছে। ভারতে ২০২২ সালের ডিসেম্বরে প্রথম উন্মোচিত হয়েছিল। ফিউচারিস্টিক স্টাইলের এই ই-স্কুটার দেখলে চোখ ফেরানো যাবে না।

BMW CE 04 আগামী ২৪ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে

পারফরম্যান্সের কথা বললে, BMW CE 04 মডেলে থাকছে ১৫ কিলোওয়াট, পার্মানেন্ট ম্যাগনেট, লিকুইড কুল্ড, সিঙ্ক্রোনাস ইলেকট্রিক মোটর থাকছে। যা থেকে সর্বোচ্চ ৪১ বিএইচপি ক্ষমতা এবং ৬১ এনএম টর্ক উৎপন্ন হবে। ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ফুল চার্জে এটি ১৩০ কিলোমিটার পথ চলতে সক্ষম বলে দাবি করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্জার দ্বারা ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টা সময় নেবে। তবে কুইক চার্জারে ব্যাটারি ১ ঘন্টা ৪০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

বিএমডব্লিউ দাবি করেছে, CE 04 ইলেকট্রিক স্কুটারটি ০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ ২.৬ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। টপ স্পিড ঘন্টা প্রতি ১২০ কিলোমিটার। ডিজাইন সায়েন্স ফিকশন সিনেমার সদৃশ। সব মিলিয়ে ফিউচারিস্টিক লুক। BMW CE 04-এ বেঞ্চের মতো ফ্ল্যাট ডিজাইনের সিট রয়েছে। মাটি থেকে যার উচ্চতা ৭৮০ মিমি। অর্থাৎ উচ্চতা কম হলেও এটি চালাতে সমস্যা হবে না।

BMW CE 04 একটি স্টিলের ডবল লুপ ফ্রেমের উপর ভিত্তি করে আসবে। এর সাথে রয়েছে সিঙ্গেল ব্রিজ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার সিঙ্গেল সাইডেড সুইংআর্ম সাসপেনশন। ১৫ ইঞ্চি হুইলের সাথে দু’চাকায় ২৬৫ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সঙ্গে এবিএস উপলব্ধ।

BMW CE 04-এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে থাকছে কানেক্টিভিটি ও নেভিগেশন সমর্থনকারী একটি ১০.২৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। আবার স্মার্টফোনের জন্য স্টোরেজ কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। সেখানে বাতাস প্রবেশ করতে পারলেও জলের জন্য প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফোন চার্জে দেওয়ার জন্য থাকছে একটি ইউএসবি টাইপ-সি চার্জার। ইকো, রেইন এবং রোড – এই তিন রাইডিং মোড মিলবে। ডায়নামিক ট্রাকশন কন্ট্রোল এবং এবিএস প্রো অপশনাল হিসেবে অফার করা হবে। BMW CE 04-এর দাম ১০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story