রাত পোহালেই ভারতে এই দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটারের লঞ্চ, দেখলেই চালাতে ইচ্ছা করবে

রাত পোহালেই ভারতে লঞ্চ হবে বিএমডব্লিউ সিই ০৪। এটি ভারতে জার্মান সংস্থাটির প্রথম ইলেকট্রিক স্কুটার। আবার মডেলটি দেশের...
techgup 23 July 2024 8:07 PM IST

রাত পোহালেই ভারতে লঞ্চ হবে বিএমডব্লিউ সিই ০৪। এটি ভারতে জার্মান সংস্থাটির প্রথম ইলেকট্রিক স্কুটার। আবার মডেলটি দেশের সবথেকে দামী ই-স্কুটার হতে চলেছে। দাম ১০ লক্ষ টাকা হবে বলে শোনা যাচ্ছে। স্কুটারটির সবচেয়ে বড় আকর্ষণ ডিজাইন। এরকম ফিউচারিস্টিক স্টাইলের কোনও স্কুটি ভারতের বাজারে নেই। চলুন দেখে নিই, বিএমডব্লিউ সিই ০৪ কেমন স্পেসিফিকেশন ও ফিচার্স অফার করবে।

বিএমডব্লিউ কোম্পানির এই অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, থাকছে, যা ফুল চার্জে ১৩০ কিলোমিটার দৌড়বে বলে দাবি সংস্থার। কুইক চার্জারের (অপশনাল) মাধ্যমে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ১ ঘন্টা ৪০ মিনিটেই। আর, স্লো স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করলে ব্যাটারি ফুল চার্জ হতে চার ঘন্টার উপরে সময় লাগবে। এই ই-স্কুটির মোটরটি লিকুইড কুল্ড প্রযুক্তির, যা থেকে সর্বোচ্চ ৪১ বিইএচপি ক্ষমতা তৈরি হবে।

ভারতে বিএমডব্লিউ-এর এই প্রথম ই-স্কুটার ২.৬ সেকেন্ডে ০-৫০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। যেখানে সর্বোচ্চ গতিবেগ উঠবে প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার। সাসপেনশনের জন্য সামনে সিঙ্গেল ব্রিজ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে সিঙ্গেল সাইডেড সুইংআর্ম দিয়েছে কোম্পানি। ১৫ ইঞ্চির চাকায় ভর করে দৌড়বে স্কুটারটি। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সহ দু’চাকায় ২৬৫ মিমি ডিস্ক ব্রেক মিলবে।

বিএমডব্লিউ সিই ০৪ ফিচার্সের দিক থেকেও দমদার। এতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে রয়েছে ইকো, রেন, ও রোড রাইডিং মোড। এছাড়া, মিলবে ১০.২৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যা স্মার্টফোন কানেক্টিভিটি এবং নেভিগেশন সাপোর্ট করে। আবার ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়ার জন্য আছে ইউএসবি টাইপ-সি চার্জার।

Show Full Article
Next Story