BMW CE 04: মুগ্ধ হবেন দেখলে! ভারতে শুরু হল এই দুর্ধর্ষ স্কুটারের অগ্রিম বুকিং

বিএমডব্লিউ ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার আগামী ২৪ জুলাই লঞ্চ করতে চলেছে, যার নাম সিই ০৪৷ লঞ্চের আগে ই-স্কুটারটির...
SUMAN 17 July 2024 2:17 PM IST

বিএমডব্লিউ ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার আগামী ২৪ জুলাই লঞ্চ করতে চলেছে, যার নাম সিই ০৪৷ লঞ্চের আগে ই-স্কুটারটির অগ্রিম বুকিং নেওয়া শুরু করল সংস্থা। ক্রেতারা নিকটবর্তী বিএমডব্লিউ শোরুমে গিয়ে এটি প্রি-বুক করতে পারবেন। উল্লেখ্য, সিই ০৪ মডেলটি ২০২১ সালে আত্মপ্রকাশ করেছিল। ফিউচারিস্টিক ডিজাইন স্কুটারটির সবচেয়ে বড় আকর্ষণ। দেশে এমন স্টাইলের কোনও স্কুটি নেই বললেই চলে।

এই ইলেকট্রিক স্কুটারে ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকছে, যা ফুল চার্জে ১৩০ কিমি পথ চলতে সক্ষম বলে দাবি করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্জারে চার ঘন্টায় ব্যাটারি ফুল চার্জ হবে, তবে কুইক চার্জারে ১ ঘন্টা ৪০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। পার্মানেন্ট ম্যাগনেট, লিকুইড কুল্ড, সিঙ্ক্রোনাস ইলেকট্রিক মোটর থাকছে এতে। যা সর্বোচ্চ ৪১ বিএইচপি ক্ষমতা এবং ৬১ এনএম টর্ক উৎপন্ন করবে।

বিএমডব্লিউ জানিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারটি ০-৫০ কিমি স্পিড ২.৬ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১২০ কিলোমিটার। সাসপেনশনের জন্য ফ্রন্টে সিঙ্গেল ব্রিজ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনে সিঙ্গেল সাইডেড সুইংআর্ম সাসপেনশন মিলবে। হুইল ১৫ ইঞ্চির। দু’চাকায় ২৬৫ মিমি ডিস্ক ব্রেক আছে। সঙ্গে আবার এবিএস পাওয়া যাবে।

বিএমডব্লিউ সিই ০৪-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি ও নেভিগেশন সহ ১০.২৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। ফোন চার্জ দেওয়ার জন্য থাকছে ইউএসবি টাইপ-সি চার্জার। ইকো, রেইন এবং রোড নামে তিনটি তিন রাইডিং মোড মিলবে। এটি ১০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে বিএমডব্লিউ সিই ০৪ হবে দেশের সবথেকে দামী স্কুটার।

Show Full Article
Next Story