TVS এর সঙ্গে হাত মিলিয়ে ইলেকট্রিক বাইক তৈরি করছে BMW? ছবি ফাঁস হতেই জল্পনা

বৈদ্যুতিক টু-হুইলারের ‘পৌষমাসের’ বাজারে যেকোনো সংস্থাই এমন মডেল বাজারে আনতে চাইবে, এটাই স্বাভাবিক। প্রিমিয়াম মোটরবাইক...
SUMAN 24 March 2023 5:24 PM IST

বৈদ্যুতিক টু-হুইলারের ‘পৌষমাসের’ বাজারে যেকোনো সংস্থাই এমন মডেল বাজারে আনতে চাইবে, এটাই স্বাভাবিক। প্রিমিয়াম মোটরবাইক নির্মাতা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)-এর ক্ষেত্রেও ব্যাপারটা সমান। বর্তমানে জার্মান সংস্থাটি একটি ইলেকট্রিক মোটরসাইকেলের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। যেটি তাদের এন্ট্রি লেভেল G 310 R নেকেড বাইকের উপর ভিত্তি করে আসবে। সম্প্রতি ফাঁস হওয়া পেটেন্ট ছবি থেকে ইঙ্গিত, এতে মেড-ইন-ইন্ডিয়া BMW G 310 R এর ফ্রেম ব্যবহার করা হতে পারে। ফলে টিভিএস এর সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক বাইকটির তৈরির সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

BMW G 310 R-এর ভিত্তি করে তৈরি হচ্ছে ইলেকট্রিক বাইক

পেটেন্ট থেকে ফাঁস হওয়াা ছবি অনুযায়ী. G 310 R স্ট্রিট ফাইটারের ফ্রেমের ভেতরে একটি ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার রাখা হয়েছে। বিএমডব্লিউ মোটোরাড ঘোষণা না করলেও ধরে নেওয়া যায়, ডেভেলপমেন্ট খরচ কমাতেই এই উদ্যোগ। ছবিতে বাইকটির ইঞ্জিনের জায়গাতে ব্যাটারির অবস্থান লক্ষ্য করা গিয়েছে। অনুমান করা হচ্ছে, বাইকটিতে একটি মিড ড্রাইভ মোটর দেওয়া হতে পারে। যা এটি বেল্ট ড্রাইভের মাধ্যমে স্প্রকেটের সাথে সংযুক্ত থাকবে।

কেমন ব্যাটারি ও মোটর ব্যবহার করা হবে

ব্যাটারি এবং মোটরটি বাইকের মধ্যবর্তী স্থানে রাখা হয়েছে। যা অভিকর্ষের কেন্দ্র কম রাখতে সাহায্য করবে। তবে বিএমডব্লিউ মোটরসাইকেলটির জন্য নতুন পাওয়ারট্রেন তৈরি করবে, নাকি CE-04 ইলেকট্রিক স্কুটারে ব্যবহৃত মোটর নেবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। জানিয়ে রাখি, ওই ইলেকট্রিক মোটরটির আউটপুট ৩১ কিলোওয়াট এবং ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৬ সেকেন্ডে তুলতে সক্ষম।

CE-04 ই-স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার। এতে ব্যবহার করা হয়েছে একটি ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে যা ১৩০ কিলোমিটার পথ চলতে পারে। জল্পনা শোনা যাচ্ছে, BMW G 310 R-এর ইলেকট্রিক ভার্সনের দাম পেট্রল মডেলের চাইতে বেশি পড়বে। বিএমডব্লি এর সঙ্গে পার্টনারশিপের কারণে বাইকটির ডেভেলপমেন্টে টিভিএস কোনও ভূমিকা নেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Show Full Article
Next Story