BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW F 900 GS ও F 900 GS Adventure খুব শীঘ্রই এদেশে পা রাখতে চলেছে। এই মিডলওয়েট অ্যাডভেঞ্চার মোটরসাইকেল দু’টির বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দাম ঘোষণা হবে বলে আশা করা যায়।
BMW F 900 GS ও F 900 GS Adventure যথাক্রমে F 850 GS ও F 850 GS Adventure-এর জায়গা দখল করবে, যেগুলি অনেক বছর ধরে ভারত বিক্রি হয়ে আসছে। বিএমডাব্লিউ’র নতুন দুই বাইকে 895 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকছে। এটি 8,500 আরপিএম গতিত 105 হর্সপাওয়ার এবং 6,750 আরপিএমে 93 এনএম টর্ক উৎপন্ন করবে। সঙ্গে মিলবে সিক্স স্পিড গিয়ারবক্স ও বি-ডিরেকশনাল কুইকশিফ্টার।
BMW 850 GS রেঞ্জের তুলনায় পাওয়ার 10 এইচপি ও টর্ক 1 এনএম বেড়েছে। স্ট্যান্ডার্ড মডেলটিতে 14.5 লিটার ফুয়েল ট্যাংক থাকলেও Adventure ভার্সনে 23 লিটার তেল ভরা যাবে। এটি চেহারায় অনেক বড় এবং ওজন 246 কেজি। সেই তুলনায় স্ট্যান্ডার্ড মডেলটি 27 কেজি হালকা। BMW 900 GS সেগমেন্টের অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় অনেক হালকা।
অফ-রোড ফোকাসড মোটরসাইকেল হওয়ার কারণে F 900 GS ফুল অ্যাডজাস্টেবল ইউএসডি ফর্ক ও মনোশক সাসপেনশন পেয়েছে। অন্যদিকে, লং ডিসট্যান্স ট্যুরিংয়ের জন্য F 900 GS Adventure ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সাসপেনশন অফার করে। দুই বাইকেই কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, বিভিন্ন রাইডিং মোড, ও 6.5 ইঞ্চি টিএফটি ডিসপ্লের মতো ফিচার্স বর্তমান। ভারতে এই বাইক রেঞ্জের দাম 13.5 লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হতে পারে।