জানুয়ারিতে দাম বাড়ার আগে সুবর্ণ সুযোগ, 50,000 টাকা ছাড়ে কিনে নিন দুর্দান্ত বাইক
BMW Motorrad এর সবথেকে সস্তা অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল G 310 GS। বাইকের উপর 50,000 টাকা বেনিফিট ঘোষণা করেছে কোম্পানি। অফারটি থাকবে সীমিত সময়ের জন্য।
বছর শেষে দারুণ অফার নিয়ে হাজির জার্মান ব্র্যান্ড BMW। কোম্পানির সবথেকে সস্তা অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল G 310 GS এর উপর 50 হাজার টাকা বেনিফিট ঘোষণা করা হয়েছে। ইয়ার এন্ড অফার হিসাবে এই সুযোগ পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা নিকটবর্তী BMW Motorrad শোরুমে গিয়ে আরও তথ্য জেনে নিতে পারেন।
একটি অটোমোবাইল পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, বাইকটির উপর দু’রকম অফার রয়েছে - প্রথম 50 হাজার টাকা ছাড়, দ্বিতীয় 3 বছর ফ্রি সার্ভিসিং, 2 বছর ফ্রি রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং 5 বছর ওয়ারেন্টি। এই দুটি অফারের মধ্যে যে কোনও একটি নির্বাচন করতে পারবেন। তবে শোরুমে কোন অফারটি চলছে তা একমাত্র অনুমোদিত ডিলাররাই বলতে পারবেন।
BMW G 310 GS বাইকের স্পেসিফিকেশন
এই মোটরসাইকেলে রয়েছে 313 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 34 হর্সপাওয়ার এবং 28 এনএম টর্ক তৈরি হয়। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ। বাজারে এই মোটরসাইকেলের দাম 3.30 লাখ টাকা (এক্স-শোরুম)। অফার চলাকালীন এটি 2.80 লাখ টাকায় কেনা যাবে।
প্রসঙ্গত, 1 জানুয়ারি 2025 থেকে সমস্ত বাইকের দাম বাড়াচ্ছে বিএমডব্লিউ মোটোরাড। 2.5 শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হবে বলে জানিয়েছে জার্মান ব্র্যান্ডটি। মূল্যবৃদ্ধি এবং ঊর্ধ্বমুখী উৎপাদন খরচের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে দেশে আরও উন্নত মানের মোটরসাইকেল আনার দাবি করেছে BMW।
তবে আপনি যদি এই ব্র্যান্ডের বাইক সস্তায় কিনতে চান, তাহলে হাতে আর 5 দিন সময় রয়েছে। একটি বাইকের এক্স-শোরুম দামে ছাড়ও পাবেন, পাশাপাশি 2.5 শতাংশ কম দামে বাইকটি ঘরে আনতে পারবেন।
BMW Motorrad এর সবথেকে সস্তা অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল G 310 GS। বাইকের উপর 50,000 টাকা বেনিফিট ঘোষণা করেছে কোম্পানি। অফারটি থাকবে সীমিত সময়ের জন্য।