TVS এর কপি হলেও আগ্রহ বাড়াচ্ছে এই স্পোর্টস বাইক, বুকিং 1000 পার করল, আপনি করেছেন?

বলা ভাল, এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গে প্রিমিয়াম বাইক নির্মাতা BMW এর। গত মাসে জার্মান সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা...
techgup 3 Aug 2022 10:35 AM IST

বলা ভাল, এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গে প্রিমিয়াম বাইক নির্মাতা BMW এর। গত মাসে জার্মান সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক G 310 RR লঞ্চ করেছে। TVS Apache RR 310 এর রিব্র্যান্ডেড ভার্সন হলেও, আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই বাইকপ্রেমীদের মনে যে উত্তেজনার সৃষ্টি করেছে তা, এই ক'দিনের বুকিং থেকেই স্পষ্ট। BMW G 310 RR এখনও পর্যন্ত হাজারের বেশি বুকিং হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এটি সংস্থার 310 সিরিজের তৃতীয় মডেল।

BMW G 310 RR স্ট্যান্ডার্ড ও স্টাইল স্পোর্ট এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ২.৮৫ লক্ষ ও ২.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম)। রিব্যাজড ভার্সন হওয়ার কারণে TVS Apache RR 310 এর সাথে স্পোর্টস বাইকটির প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। যেমন উভয় মডেল ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত৷ গিয়ার ছয়টি।

https://twitter.com/BMWMotorrad_IN/status/1552978470212620288?t=cnJXHIVe6p9gfynmNhoB5A&s=19

BMW G 310 RR এর পাওয়ারট্রেন ট্রাক ও স্পোর্টস মোডে ৯,৭০০ আরপিএম গতিতে ৩৩.৫ বিএইচপি ক্ষমতা ও ৭,৭০০ আরপিএম গতিতে ২৩.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। যদিও রেন ও আরবান মোডে ক্ষমতা খানিকটা কম। তখন ৭,৭০০ আরপিএমে ২৫.৪ বিএইচপি ও ৬,৭০০ আরপিএমে ২৫ এনএম টর্ক পাওয়া যায়।

একগুচ্ছ আধুনিক ফিচার রয়েছে এই বাইকে। তার মধ্যে ফুল এলইডি লাইটিং সেটআপ, ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, চার রাইডিং মোড, রিয়ার হুইল লিফট অফ প্রটেকশন-সহ ডুয়েল চ্যানেল এবিএস, রাইড বাই ওয়্যার উল্লেখযোগ্য। তবে TVS Apache RR 310 এর মতো এতে ব্লুটুথ কানেক্টিভিটি না থাকাটা হতাশাজনক।
BMW G 310 RR এর প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা নেহাত কম নয়। KTM RC 390, Kawasaki Ninja 300 ও আপন জাত ভাই TVS Apache RR 310 সকলেই একে কড়া টেক্কা দিতে প্রস্তুত।

Show Full Article
Next Story