TVS-এর স্পোর্টস বাইকের কপি মডেল লঞ্চ করতে চলেছে BMW, স্মার্টফোন আকৃতির কনসোলের ছবি প্রকাশ
জার্মান বহুজাতিক টু-হুইলার সংস্থা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) ভারতে তাদের সবচেয়ে কমদামী ফুল ফেয়ার্ড স্পোর্টস...জার্মান বহুজাতিক টু-হুইলার সংস্থা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) ভারতে তাদের সবচেয়ে কমদামী ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক G 310 RR ইতিমধ্যেই আনার কথা ঘোষণা করেছে। আগামী ১৫ জুলাই লঞ্চ হবে এটি। TVS Apache RR 310-এর কপি বা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে। যে কারণে বাইক দু'টির মধ্যে ডিজাইনগত বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাবে। এবারে লঞ্চের আগে সংস্থার প্রকাশিত BMW G 310 RR-এর টিজারেও সেই মিল নজরে পড়ল। টিজারে দেখানো ইন্সট্রুমেন্ট কনসোলের সাথে Apache RR 310-র ইউনিটের সম্পূর্ণ মিল রয়েছে। এমনকি বেজেলের কার্বন ফাইবার এবং টেললাইটটিও RR 310-এর থেকে ধার করা হয়েছে। আকার অনেকটা স্মার্টফোনের মতো। এতে টাচস্ক্রিনের সুবিধা মিলবে।
ফারাক বলতে BMW G 310 RR-তে রয়েছে সংস্থার নিজস্ব লোগো, ব্র্যান্ড নাম এবং ট্যাগ লাইন। সার্বিক ডিজাইনের দিক থেকে এর ফ্রন্ট কাউল এবং ভাইজারে সামান্য পার্থক্য রাখা হয়েছে। এতে সাদা, রেসিং ব্লু মেটালিক এবং রেসিং রেড লিভারি রঙ নজরে পড়েছে। Apache RR 310-এর দুটি হেডল্যাম্পের মাঝে একটি ত্রিকোণাকার জায়গা আছে। যেখানে G 310 RR-তে দেয়া হতে পারে একটি নকল এয়ার ইনটেক সিস্টেম অথবা একটি পিয়ানো ব্ল্যাক এলিমেন্ট। যা Triumph Daytona-তে রয়েছে।
এদিকে সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ৩১২ সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও, Apache RR 310 ৬০ কিমি/ঘন্টা গতিবেগ ২.৯৩ সেকেন্ডে এবং ১০০ কিমি/ঘন্টা গতিবেগ ৭.১৭ সেকেন্ডে তুলতে সক্ষম। আর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬৬ কিমি। এখন BMW G 310 RR-এর গতিবেগ কত হয় এখন তাই দেখার। আবার Apache RR 310-এ দেওয়া হয়েছে ৫ ইঞ্চি কালার ডিসপ্লে, কানেক্টেড ফিচার সহ এতে ভেসে ওঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া ডুয়েল চ্যানেল এবিএস, ইলেকট্রনিক থ্রটেল কন্ট্রোল সহ ৩টি রাইড মোড, স্লিপার ক্লাচ, মিছেলিন রোড ৫ টায়ার ও আরও অন্যান্য বৈশিষ্ট্য সহ এসেছে এটি।
বর্তমানে Apache RR 310 এবং বিএমডব্লিউ-র নেকেডকেড বাইক G 310R -এর মূল্য ২.৬৫ লক্ষ টাকা। যেখানে বিএমডব্লিউ-র অ্যাডভেঞ্চার মডেল G 310 GS-এর ধার্যমূল্য ৩.০৫ লক্ষ টাকা। আসন্ন G 310 RR-এর দাম ৩ লক্ষ থেকে ৩.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই বাইকটির বুকিং নেওয়া শুরু হয়েছে। BMW Motorrad-এর ডিলারশিপ অথবা www.bmwmotorradg310rr.com থেকে বুকিং করা যাচ্ছে। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ অনুযায়ী ডেলিভারি দেওয়া হবে। অর্থাৎ আগে বুকিং করলে ডেলিভারিও আগে মিলবে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, জিরো ডাউন পেমেন্টে বাড়ি নিয়ে আসা যাবে বিএমডব্লিউ-এর আপকামিং স্পোর্টস বাইকটি। ৩,৯৯৯ টাকার মাসিক কিস্তি দিতে হবে। বীমা এবং বিভিন্ন গ্রহণ করার বিকল্প থাকছে। বাজারে 2022 KTM RC 390, 2022 Kawasaki Ninja 300 ও Royal Enfield Continental GT 650-র সাথে জোরদার টক্কর চলবে BMW G 310 RR-এর।