BMW G310 RR: অবিশ্বাস্য মূল্যে তাদের সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক ভারতে লঞ্চ করল বিএমডব্লিউ, দাম শুনলেই কিনতে ইচ্ছা করবে

২০২১-এ ভারতে পারফরম্যান্স বাইকের ব্যবসায় রেকর্ড গড়েছে জার্মানের প্রসিদ্ধ টু-হুইলার ব্র্যান্ড বিএমডব্লিউ মোটোরাড (BMW...
SUMAN 15 July 2022 4:46 PM IST

২০২১-এ ভারতে পারফরম্যান্স বাইকের ব্যবসায় রেকর্ড গড়েছে জার্মানের প্রসিদ্ধ টু-হুইলার ব্র্যান্ড বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। নিজেদের ইতিহাসের এক বছরের বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে গত বছর এদেশে মোট ৫,১৯১টি মোটরবাইক বিক্রি করেছিল সংস্থাটি। যা এদেশে বিএমডব্লিউ-র বাইক বিক্রির অনুপ্রেরণার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। বস্তুত গত বছরে একাধিক চোখ ধাঁধানো মডেল লঞ্চের পর ২০২২-এও সেই ধারা বজায় রাখতে উদ্যত সংস্থা। আজ ভারতে BMW জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ করল তাদের সবচেয়ে সস্তার ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক G 310 RR। যেটি TVS Apache RR 310-এর রিব্যাজড ভার্সন। অর্থাৎ দুটি বাইক একই ছাঁচে তৈরি হয়েছে। স্বভাবতই BMW G 310 RR ও অ্যাপাচির বাইকটির মধ্যে অনেকাংশে মিল রয়েছে।

উল্লেখ্য, G 310 R ও G 310 GS-এর পর ৩১০ সিসি সেগমেন্টে G 310 RR হল এদেশে বিএমডব্লিউ-র তৃতীয় মডেল। বাইকটি এদেশে Kawasaki Ninja 300, KTM RC 390 এবং অবশ্যই TVS Apache RR 310-এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিলারশিপ থেকে বুকিং করা যাচ্ছে। আবার ইএমআই বিকল্পে কেনা যাবে বাইকটি। মোট তিন ধরনের ফাইন্যান্স অফার করা হচ্ছে – স্ট্যান্ডার্ড, বেলুন এবং বুলেট। প্রত্যেকটির আলাদা আলাদা সুবিধা রয়েছে। নূন্যতম মাসিক কিস্তি ৩,৯৯৯ টাকা।

BMW G 310 RR দাম ও ফিচার্স

২.৬৫ লাখ টাকা (এক্স-শোরুম) মূল্যের TVS Apache RR 310-র চাইতে তার যমজ ভাই BMW G 310 RR-এর দাম ২০,০০০ টাকা বেশি। অর্থাৎ এর দাম পড়ছে ২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার BMW G 310 RR Style Sport ভ্যারিয়েন্টটির মূল্য ২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

মোট দুটি রঙে কেনা যাবে BMW-র নতুন বাইক – সাদা ও কালো। G 310 RR-এর ফিচারের তালিকায় রয়েছে ডুয়েল হেডল্যাম্প, ফ্রন্ট কাউল মাউন্টটেড কম্প্যাক্ট রিয়ার ভিউ মিরর, এবং উপযুক্ত মাপের উইন্ডস্ক্রিন। এতে দেওয়া হয়েছে নিচু ও স্প্লিট সিট, পুল্ডব্যাক হ্যান্ডেলবার, বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক। সিটের পেছনের অংশটি অনেকটাই উঁচু থাকায় রেসিংয়ের বৈশিষ্ট্য প্রকট হয়েছে।

মাঝখানে উন্মুক্ত ফ্রেম, যা রাগেড ডিজাইন সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলেছে। ৩০০ সিসির অন্যান্য মডেল যেমন G 310 R ও G 310 GS-এর মতো এতেও ফ্রন্ট ইউএসডি ফর্কে গোল্ডেন ফিনিশ চাক্ষুষ করা গিয়েছে। এছাড়া উল্লেখযোগ্য ফিচারের মধ্যে একটি ৫ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি সহ হাজির হয়েছে BMW G 310 RR।

BMW G 310 RR স্পেসিফিকেশন

BMW G 310 RR-এর সামনে ইউএসডি ফর্ক ও পেছনে মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে ডিস্ক ব্রেকের পরিমাপ যথাক্রমে ৩০০ মিমি ও ২৪০ মিমি। ব্রেকিং ব্যবস্থায় আধুনিকতা আনতে এতে দেওয়া হয়েছে ByBre ব্রেক। এর ৩১২.২ সিসি লিকুইড কুল্ড, রিভার্স ইনক্লাইনড মোটরটি থেকে ৩৪ পিএস শক্তি ও ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। এই আউটপুট স্পোর্ট এবং ট্র্যাক মোডে মিলবে। অন্যদিকে রেন এবং আরবান মোডে ২৫.৮ পিএস শক্তি ও ২৫ এনএম টর্ক পাওয়া যাবে। এই একই ইঞ্জিন TVS Apache RR 310-এও উপস্থিত। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-গতির গিয়ার এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

Show Full Article
Next Story