TVS Apache থেকে অনুপ্রেরণা নিয়ে 15 জুলাই ভারতে স্পোর্টস বাইক লঞ্চ করবে BMW

ভারতে নতুন স্পোর্টস বাইক লঞ্চ করবে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। যার নাম হতে পারে G 310 RR৷ টেললাইটের ছবি প্রকাশ...
SUMAN 4 Jun 2022 1:52 PM IST

ভারতে নতুন স্পোর্টস বাইক লঞ্চ করবে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। যার নাম হতে পারে G 310 RR৷ টেললাইটের ছবি প্রকাশ করে সেটি আগামী ১৫ জুলাই ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থাটি৷ মোটরসাইকেলটির পেছনের অংশের ছবির সাথে TVS Apache RR 310-এর সাদৃশ্য দৃশ্যমান। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই Apache RR 310 নির্ভর BMW-র বাইক বাজারে আসা নিয়ে জোরদার জল্পনা চলছিল। এবারের সংস্থা নিজেই তা নিশ্চিত করেছে।

জানিয়ে রাখি, টিভিএস মোটর (TVS Motor) কোম্পানি তামিলনাড়ুর হোসুরে তাদের কারখানায় BMW G 310 R ও BMW G 310 G তৈরি করে। দুই সংস্থার মধ্যে গাঁটছড়া বহু বছরের। এবং BMW G 310 RR বাইকটিও সেখানেই নির্মিত হবে বলেই মনে করা হচ্ছে। Apache RR 310 থেকে নেওয়া ৩১৩ সিসি ইঞ্জিন BMW G 310 RR-এ আগের মতই ৯,৭০০ আরপিএম গতিতে ৩৪ বিএইচপি ক্ষমতা এবং ৭,৭০০ আরপিএম গতিতে ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সাথে থাকবে ৬-স্পিড গিয়ার বক্স। ফিচারের তালিকায় দেখা মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, রাইড-বাই-ওয়্যার। চারটি রাইডিং মোড সহ হাজির হবে - আরবান, ট্র্যাক, স্পোর্ট এবং রেন।

https://twitter.com/BMWMotorrad_IN/status/1532702505007583232?t=f7sHBi8HJJdWH1OvZqCGOQ&s=19

টিজার ভিডিয়ো দেখে স্পষ্ট, বাইকটির টেললাইট, আয়না, উইন্ডস্ক্রিন সহ নানা সরঞ্জাম TVS Apache RR 310-এর থেকে নেওয়া হয়েছে। তবে G 310 RR-এর ডিজাইনে কিছু পরিবর্তন থাকবে, যা বাইকটিকে Apache RR 310-এর থেকে আলাদা করবে। তবে এখনও যে বিষয়টি জানা যায়নি তা হল, TVS RR 310 BTO -র মতো বিএমডব্লিউ তাদের বাইকে কাস্টমাইজেশন প্যাকেজ ও অ্যাডজাস্টেবল সাসপেনশন অফার করবে কিনা।

অনুমান করা হচ্ছে G 310 RR-এর স্থান G 310 R ও BMW G 310 GS-এর আগেই হবে। তবে তিনটি মডেলেরই ইঞ্জিন এক। RR310-এর BMW ভার্সনের দাম হতে পারে ২.৯০ লাখ টাকার কাছাকাছি এর সাথে 2022 KTM RC 390 সুপারস্পোর্টস বাইকের লড়াই চলবে, যার দাম ৩.১৩ লক্ষ টাকা থেকে শুরু।

Show Full Article
Next Story