G 310 RR নামে ভারতে আসছে BMW-এর সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক
জার্মান অটোমোবাইল সংস্থা বিএমডব্লিউ মটোরাড (BMW Motorrad) ভারতে তাদের সবচেয়ে কমদামী ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক নিয়ে...জার্মান অটোমোবাইল সংস্থা বিএমডব্লিউ মটোরাড (BMW Motorrad) ভারতে তাদের সবচেয়ে কমদামী ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক নিয়ে আসতে চলেছে। এর আগে একাধিকবার বাইকটির টিজার প্রকাশ করা হলেও, নাম জানানো হয়নি। এবারে সংস্থাটি জানিয়েছে এর নাম – BMW G 310 RR। উল্লেখ্য, বাইকটি তৈরি হয়েছে TVS Apache RR 310-কে ভিত্তি করে। অর্থাৎ G 310 RR হল Apache RR 310-এর একটি রিব্যাজেড ভার্সন। যে কারণে বাইক দু’টির টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং ডিজাইনে অনেক মিল থাকবে। সংস্থা সূত্রে খবর, ১৫ জুলাই বাজারে পা রাখবে BMW G 310 RR।
আসন্ন G 310 RR-এর দু’পাশের ঝলক দেখিয়েছে বিএমডব্লিউ। যেখানে বডি কালার এবং স্টিকার প্যাটার্ন সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে। এতে দেখা মিলতে পারে লাল, নীল এবং বেগুনি, এই ত্রয়ীর সমন্বয়। আবার ডিজাইন ও গঠনের দিক থেকে TVS Apache RR 310-এর সাথে সম্পূর্ণ মিল থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
BMW G 310 RR একটি ৩১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়বে, যা Apache RR 310 ও BMW G 310-এও উপস্থিত। যা থেকে উৎপন্ন হবে সর্বোচ্চ ৩৪ এইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক। ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য রেখে থাকবে একটি ৬-স্পিড গিয়ার বক্স।
একটি প্রিমিয়াম বাইক সংস্থা হওয়া সত্ত্বেও BMW G 310 RR-এর দামে কমতি নজরে পড়বে। এর কারণ TVS-এর তামিলনাড়ুর হোসুরের কারখানায় তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে, G 310 RR-এর মূল্য ২.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে। যেখানে BS6 নির্গমন বিধি যুক্ত BMW G 310 R ও BMW G 310 GS-এর দাম যথাক্রমে ২.৬৫ লাখ টাকা ও ৩.০৫ লাখ টাকা। বাজারে 2022 KTM RC 390-এর সাথে প্রতিযোগিতা করবে BMW G 310 RR।