কোনও দুর্ঘটনা ঘটেনি, তাও প্রায় 4 লাখ গাড়ি ফেরত নিচ্ছে BMW, কারণ অবাক করবে

জার্মান অটোজায়েন্ট বিএমডব্লিউ আমেরিকায় ৩ লক্ষ ৯০ হাজারের বেশি গাড়ি ফেরত নিতে চলেছে। এই সব মডেলে এয়ারব্যাগে ত্রুটি থাকার...
SUMAN 13 July 2024 6:24 PM IST

জার্মান অটোজায়েন্ট বিএমডব্লিউ আমেরিকায় ৩ লক্ষ ৯০ হাজারের বেশি গাড়ি ফেরত নিতে চলেছে। এই সব মডেলে এয়ারব্যাগে ত্রুটি থাকার সম্ভাবনা থাকতে পারে বলে জানা গিয়েছে। এয়ারব্যাগ খোলার সময় ভেতর থেকে প্রচন্ড চাপ দিয়ে বেরিয়ে আসে। কিন্তু তাতে প্রযুক্তিগত ত্রুটি থাকলে ফেটে গিয়ে যাত্রীদের চোট এমনকি মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সে দেশের ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রিশেন জানিয়েছে, ত্রুটিযুক্ত গাড়িগুলিতে টাকাটা এয়ারব্যাগ যুক্ত স্পোর্ট/এম-স্পোর্ট স্টিয়ারিং হুইল দিয়ে অরিজিনাল স্টিয়ারিং হুইল বদলে দেওয়া হতে পারে। তবে আশ্চর্যের বিষয় হল, এত বড় সমস্যা সত্ত্বেও এই সম্পর্কিত কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

বিএমডব্লিউ-র এই রিকল অর্ডারে ৩,৯৪,০২৯টি গাড়ির নাম রয়েছে। যার মধ্যে ২০০৬-২০১১ সালে তৈরি কিছু ৩ সিরিজ সেডান মডেল ও ২০০৬-২০১২ সালের স্পোর্টসওয়াগন ইউনিট বর্তমান। সংস্থার ডিলারশিপে গাড়িগুলি খতিয়ে দেখা হবে এবং ত্রুটি ধরা পড়লে বিনামূল্যে ড্রাইভার এয়ারব্যাগ মডিউল বদলে দেওয়া হবে।

বিএমডব্লিউ আগামী ২৩ আগস্ট থেকে ত্রুটিযুক্ত গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করবে। তবে তার আগেই সংস্থার কাস্টমার সার্ভিস অথবা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রিশেনর হটলাইনে যোগাযোগ করে রিকল অর্ডারে নিজের গাড়ি অর্ন্তভুক্ত আছে কিনা, সেটা জানা যাবে।

Show Full Article
Next Story