BMW ভারতে তাদের গাড়ির যন্ত্রপাতি তৈরির দ্বিতীয় কারখানা স্থাপন করবে, বিপুল কর্মসংস্থানের আশা

মুখ্যমন্ত্রীর জার্মানি সফর সফল হল। অটোমোবাইল শিল্পের জন্য জগৎজোড়া সুখ্যাতি অর্জন করা ওই দেশ থেকে রাজ্যে বিনিয়োগ নিশ্চিত...
SUMAN 14 Sept 2022 1:20 PM IST

মুখ্যমন্ত্রীর জার্মানি সফর সফল হল। অটোমোবাইল শিল্পের জন্য জগৎজোড়া সুখ্যাতি অর্জন করা ওই দেশ থেকে রাজ্যে বিনিয়োগ নিশ্চিত করল পাঞ্জাব। জার্মানির বহুজাতিক অটো জায়ান্ট বিএমডব্লিউ (BMW) সে রাজ্যে গাড়ির যন্ত্রাংশ নির্মাণের কারখানা স্থাপনে সায় দিয়েছে পাঞ্জাব সরকারের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান মিউনিখে বিএমডব্লিউ-র সদর দপ্তর পরিদর্শনে যান। সেখানে সংস্থাটির কর্মকর্তাদের সাথে বৈঠক হয়। আর তাতেই দুই পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়।

সরকারি সূত্রে খবর, বৈঠকে ভগবন্ত সিং মান পাঞ্জাবে শিল্পোন্নয়নের প্রতি রাজ্য সরকারে দৃষ্টান্তমূলক পদক্ষেপগুলি তুলে ধরেন, যা দেখে সেখানে নিজেদের যন্ত্রপাতির কারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে বিএমডব্লিউ। উল্লেখ্য, পাঞ্জাবে যন্ত্রাংশের কারখানা তৈরি হলে সেটি এদেশে সংস্থার দ্বিতীয় ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করবে। তাদের প্রথম কারখানাটি রয়েছে চেন্নাইতে। এই প্রসঙ্গে মান বলেন, বিএমডব্লিউ-র নতুন ইউনিট পাঞ্জাবের শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে, আবার এতে কর্মসংস্থানও তৈরি হবে।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিএমডব্লিউ-কে রাজ্যের ইলেকট্রিক মোবিলিটি ক্ষেত্রে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তাঁকে সংস্থাটি জানায় যে, ২০৩০-এর মধ্যে বিশ্ববাজারে বিক্রির ৫০ শতাংশে বৈদ্যুতিকে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রার কথা। যা বিএমডব্লিউ এজি-র বর্তমান বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান অলিভার জিপ্সির নেতৃত্বে সম্পন্ন করা হবে। ভগবন্ত সিং মান বলেন, তাঁর সরকার সদ্য অনুমোদন প্রাপ্ত পাঞ্জাবের ইলেকট্রিক গাড়ি নীতির জন্য কঠোর পরিশ্রম করে চলেছে।

তাঁর কথায়, পাঞ্জাবের নতুন ইভি পলিসি সেখানকার ইলেকট্রিক মোবিলিটি ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে সহায়তা করবে। মান, সংশ্লিষ্ট সংস্থার সামনে তাঁদের সরকার কীভাবে একটি প্রাক-শিল্প ইকোসিস্টেম তৈরি করেছে, তা তুলে ধরেন। এবং ভারতকে সংস্থার উপযুক্ত বিনিয়োগ ক্ষেত্র হিসেবে অভিহিত করেন। আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলা ‘প্রোগ্রেসিভ পাঞ্জাব ইনভেস্টার্স সামিট’-এ যোগদানের জন্য বিএমডব্লিউ-র প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন মান।

Show Full Article
Next Story
Share it