Scorpio ভেবে থাকলে ভুল, Mahindra সবচেয়ে বেশি কোন গাড়ি বিক্রি করে জানেন

২০২০-তে লঞ্চের পর থেকে বোলেরো (Bolero) গাড়িটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-র অন্যতম বেস্ট-সেলিং...
SUMAN 18 April 2023 10:32 PM IST

২০২০-তে লঞ্চের পর থেকে বোলেরো (Bolero) গাড়িটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-র অন্যতম বেস্ট-সেলিং এসইউভি (SUV)-র জায়গা করে নিয়েছে। সংস্থার পুরনো মডেলগুলির মধ্যে একটি হওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। যতদিন গেছে, বোলেরো-র বিক্রির সংখ্যাতেও আধিক্য দেখা গেছে। মার্চেও যার ধারা অব্যাহত থাকলো। বেচাকেনার পরিমাণে মাহিন্দ্রার বাকি সমস্ত এসইউভি মডেলকে পেছনে ফেলে এগিয়ে গেল গাড়িটি।

Mahindra মার্চে কোন গাড়ি কতগুলি বিক্রি করেছে

Bolero - ৯,৫৪৬টি
Scorpio - ৮,৭৮৮টি
XUV300 - ৫,১২৮টি
XUV700 - ৫,১০৭টি
Thar - ৫,০০৮টি
XUV400 - ১,৯০৯টি
Marazzo - ৪৯০টি

Mahindra Bolero-এর জয়জয়কার

উপরে উক্ত পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে যে বেচাকেনা নিরিখে মাহিন্দ্রার বাকি মডেলগুলির মধ্যে Bolero শীর্ষস্থানে রয়েছে। গ্রাম হোক বা মফস্বল, এর জনপ্রিয়তা সর্বত্র। শহরাঞ্চলেও যে গাড়িটির চাহিদা কোনো অংশে কম, তেমনটা মোটেও নয়। এসইউভি মডেলটি বাস্তবিকতা, জ্বালানির সাশ্রয় এবং রাগেড বডিস্টাইলের জন্য বিখ্যাত। এ বছর মার্চে মাহিন্দ্রা ৯,৫৪৬ ইউনিট Bolero বিক্রি করেছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৬,৯২৪ ইউনিট। ফলে এবারের বিক্রিতে ৩৮% উত্থান নজর করা গেছে।

Mahindra-র বাকি গাড়ির বিক্রি

এদিকে গেল মাসে মাহিন্দ্রা এত ইউনিট স্করপিও (Scorpio-N + Scorpio Classic) বিক্রি করতে পেরেছে। যেখানে গত বছর ওই সময়ে বিক্রি হয়েছিল ৬,০৬১ ইউনিট। ফলে ইয়ার-অন-ইয়ার গ্রোথ ৪৫%। এই গাড়িটি বিক্রির নিরিখে Tata Harrier + Safari, Mahindra XUV700, MG Hector twins-এর মতো প্রতিপক্ষদের টেক্কা দিয়েছে।

আবার মাহিন্দ্রা তাদের কম্প্যাক্ট এসইউভি XUV300-এর বেচাকেনার উত্থানের কথাও সগর্বে জানিয়েছে। গত মাসে ৫,১২৮ ইউনিট বিক্রির ফলে আগের বছরের মার্চের তুলনায় XUV300-এর বেচাকেনায় ২৪ শতাংশ অগ্রগতি ঘটেছে। অন্যদিকে, XUV700, ৫,১০৭ জন ক্রেতার হদিশ পাওয়ায়, ১৫ শতাংশ বিক্রিতে পতন ঘটেছে। গত বছর মার্চে এটি বিক্রি হয়েছিল ৬,০৪০ ইউনিট। আবার Thar ৫,০০০-এর বেশি ইউনিট বিক্রির ফলে ইয়ার-অন-ইয়ার গ্রোথ রেট ২৯ শতাংশ। এদিকে মার্চ ২০২৩-এ XUV400 এবং Marazzo বিক্রি হয়েছে যথাক্রমে ১,৯০৯ ও ৪০৯ ইউনিট।

Show Full Article
Next Story