Bolt EV Charging: ছ'মাসে দেশে 10000 ইভি চার্জিং পয়েন্ট তৈরির ঘোষণা করল বোল্ট, সেপ্টেম্বরের মধ্যে 1 লাখ টার্গেট

গত ছ'মাসে সমগ্র ভারতে মোট ১০ হাজার বৈদ্যুতিক চার্জিং স্টেশন তৈরির দাবি করল বোল্ট (Bolt)। এমনকি আগামী ছ’মাসের মধ্যে এক...
SUMAN 25 March 2022 3:56 PM IST

গত ছ'মাসে সমগ্র ভারতে মোট ১০ হাজার বৈদ্যুতিক চার্জিং স্টেশন তৈরির দাবি করল বোল্ট (Bolt)। এমনকি আগামী ছ’মাসের মধ্যে এক লক্ষ চার্জিং পয়েন্ট নির্মাণ করবে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে তারা সেই কাজেই ব্যস্ত। দেশের নন-মেট্রো শহর যেমন জয়পুর, নাগপুর, নাসিক, চন্ডিগড়, সুরাট, আমেদাবাদ, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া সহ আরও অন্যান্য জায়গায় ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়াতে তাদের এই পদক্ষেপ বিশেষ সহযোগিতা করবে বলে আশাবাদী বোল্ট৷

দেশের মধ্যে বেঙ্গালুরু, দিল্লি এবং হায়দরাবাদে সর্বাধিক চার্জিং স্টেশন গড়ে তুলেছে তারা৷ ইভি চার্জিং স্টেশনের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যার মধ্যে আবার বেঙ্গালুরুতে প্রথম স্থানে রয়েছে। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, “এ দেশে তাদের তৈরি ৪,২৭৩টি ইভি চার্জিং স্টেশন সর্বসাধারণের জন্য উপলব্ধ। দেশের মধ্যে সবচেয়ে বেশি ১,৭৫৪টি চার্জিং পয়েন্ট বেঙ্গালুরুতে বসানো হয়েছে, দিল্লিতে ৬৬৩টি এবং হায়দ্রাবাদে ৩৪৭টি। বোল্ট তাদের চার্জিং নেটওয়ার্কে ২০২২-এর ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ হাজারের অধিক সক্রিয় ব্যবহারকারী যুক্ত করেছে।”

সংস্থাটি জানিয়েছে বিগত ছ'মাসে তাদের চার্জিং স্টেশনে ৩৪৪টি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ হয়েছে। চার্জ দিতে গড়ে ১.৫৭ ঘন্টা সময় লেগেছে সংস্থার দাবি, তাদের এই চার্জিং পয়েন্টগুলি সমগ্র দেশে ৬৪,০০০ টাকা পরোক্ষ উপার্জনে সহায়তা করেছে। যা ক্রমবর্ধনশীল। সংস্থার চার্জিং নেটওয়ার্কের মাধ্যমে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারের ফলে প্রথাগত জ্বালানির গাড়ির তুলনায় ১,৮৪০.৯৯ গ্রাম/কিলোমিটারের সামান কার্বন ডাই অক্সাইডের নির্গমন রোখা গিয়েছে।

প্রসঙ্গত, বিগত ছ,মাসে এদেশে ২০টির অধিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পরিকাঠামো নির্মাণকারী সংস্থা যেমন Sparelt, Park+ সহ আরো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে Bolt চুক্তিবদ্ধ হয়েছে। এই ক্ষেত্রে আরও বিভিন্ন সংস্থা উদ্যোগী হলে বৈদ্যুতিক যানবাহনের প্রতি দেশের জনগণের ভরসা বৃদ্ধি পাবে, তা আশা করা যায়।

Show Full Article
Next Story