দুর্ঘটনায় বাঁচাবে বাইক চালককে, অত্যাধুনিক প্রাণরক্ষাকারী প্রযুক্তি এবার আসছে স্কুটারেও
সামনে গাড়ি চলে এলে অতিরিক্ত ব্রেক প্রয়োগ করতে সাহায্য করবে এই প্রযুক্তি। তারপর ট্র্যাফিক ক্লিয়ার হয়ে গেলে স্টপ থেকে দ্রুত সরতে সাহায্য করবে মোটরসাইকেলকে। Bosch এর নতুন প্রযুক্তি যুক্ত হবে আরও দু'চাকায়।
সামনে গাড়ি চলে এলে অতিরিক্ত ব্রেক প্রয়োগ করতে সাহায্য করবে এই প্রযুক্তি। তারপর ট্র্যাফিক ক্লিয়ার হয়ে গেলে স্টপ থেকে দ্রুত সরতে সাহায্য করবে মোটরসাইকেলকে। Bosch এর নতুন প্রযুক্তি যুক্ত হবে আরও দু'চাকায়।
দেশজুড়ে বাড়তে থাকা বাইক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে অনেক ঘটনা সঠিক সময়ে ব্রেক কষার অভাবে হয়ে থাকে। তাছাড়া ঠিক মতো ব্রেক প্রয়োগ না হওয়ার ফলে বাইক স্কিড হওয়ার আশঙ্কাও থাকে। এই সমস্ত পরিস্থিতি থেকে বাঁচাবে BOSCH ARAS (অ্যাডভান্স রাইডার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম) প্রযুক্তি। সম্প্রতি লঞ্চ হওয়া KTM 1390 Super Adventure S EVO বাইকে প্রথম এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে।
কীভাবে কাজ করে BOSCH ARAS প্রযুক্তি?
শীঘ্রই অন্যান্য মোটরসাইকেলে আসতে চলেছে ARAS। ২০২৫ সালে হাই-এন্ড মোটরসাইকেলগুলিতে পাওয়া যাবে অত্যাধুনিক সিস্টেম। এটির সুবিধা হল, সিস্টেমের উভয় প্রান্তে বিশেষ রাডার থাকবে, যা দুর্ঘটনা রোধ করতে অতিরিক্ত ব্রেক চাপ প্রয়োগ করতে সাহায্য করবে। এবং, জরুরি পরিস্থিতিতে গাড়ির পিছনে বাইক থামিয়ে দেবে। তারপর ট্র্যাফিক ক্লিয়ার হলে স্টপ থেকে দ্রুত মোটরসাইকেলকে সরাতে সাহায্য করবে সিস্টেমটি।
জানা গিয়েছে, এতে একটি সেল্ফ স্টপিং রাডার থাকবে। স্বয়ংক্রিয় ভাবে গিয়ারবক্সগুলির সাথে একত্রে কাজ করবে। কোম্পানি আরও জানিয়েছে, এটি মাঝারি ওজনের বাইকের পাশাপাশি প্রিমিয়াম হাই-এন্ড স্কুটারগুলিতেও ব্যবহার করা যেতে পারে। এই অভিনব টেক বাইক দুর্ঘটনা কমাবে বলে দাবি করেছে জার্মান সংস্থাটি।
তবে এই সিস্টেমের জন্য অতিরিক্ত খরচ করতে হবে মোটরসাইকেল চালকদের। রাডারের খরচ ছাড়াও, টু-হুইলার নির্মাতাদের আরও ভাল উপাদানগুলির সাথে ব্রেকিং হার্ডওয়্যার আপগ্রেড করতে হবে, যাতে সিস্টেমটি সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে। আশা করা হচ্ছে, আগামী বছর ভারতে লঞ্চ হওয়া প্রিমিয়াম বাইকগুলিতে দেখা যেতে পারে এই অ্যাডভান্স রাইডার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।
সামনে গাড়ি চলে এলে অতিরিক্ত ব্রেক প্রয়োগ করতে সাহায্য করবে এই প্রযুক্তি। তারপর ট্র্যাফিক ক্লিয়ার হয়ে গেলে স্টপ থেকে দ্রুত সরতে সাহায্য করবে মোটরসাইকেলকে। Bosch এর নতুন প্রযুক্তি যুক্ত হবে আরও দু'চাকায়।