সস্তায় দারুণ ইলেকট্রিক স্কুটার, Bounce Infinity E1 কিনতে লাইন লাগছে, বুকিং নতুন উচ্চতা ছুঁল

২০২১-এর শেষ পর্যায়ে ভারতের বাজারে পা রেখেছিল Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার। এ বছর এপ্রিল থেকে যার ডেলিভারি শুরু...
SUMAN 17 Oct 2022 2:14 PM IST

২০২১-এর শেষ পর্যায়ে ভারতের বাজারে পা রেখেছিল Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার। এ বছর এপ্রিল থেকে যার ডেলিভারি শুরু হয়। বাউন্স ইনফিনিটি (Bounce Infinity) এবার জানালো তাদের এই ব্যাটারি চালিত স্কুটারটি এ পর্যন্ত ৬০,০০০-এর বেশি বুকিং পেয়েছে। এমনকি বর্তমানেও ব্যাটারি স্কুটারটি উল্লেখযোগ্য হারে ক্রেতাদের ভালোবাসা পেয়ে চলেছে বলে জানিয়েছে বাউন্স। একইসাথে উত্তর দিল্লিতে তাদের প্রথম আউটলেট উদ্বোধনের কথাও জানিয়েছে বাউন্স।

বাউন্সের তরফে জানানো হয়েছে, তাদের এই নয়া ডিলারশিপটি উত্তর দিল্লিতে ৩,০০০ বর্গফুট অঞ্চল জুড়ে গড়ে উঠেছে। ফলে বোঝাই যাচ্ছে, অনলাইনে স্কুটার বিক্রির পাশাপাশি তারা অফলাইনেও ক্রেতাদের কাছে সরাসরি নিজেদের পরিষেবার তুলে ধরবে। এটি এদেশে তাদের ৩৭তম স্টোর। বর্তমানে গুজরাত, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাদের শোরুম রয়েছে। এগুলি থেকে স্কূটার বিক্রি এবং টেস্ট রাইড প্রদানের পাশাপাশি গ্রাহকদের উৎসাহ নথিভুক্ত এবং বুকিং গ্রহণ করা হয়।

আবার বাউন্স ইনফিনিটির ওয়েবসাইট থেকেও অনলাইনে ক্রেতারা স্কুটারের টেস্ট রাইডের বুকিং করতে পারেন। এই প্রসঙ্গে সংস্থার সিইও এবং সহ প্রতিষ্ঠাতা বিবেকানন্দ হাল্লাকেরে বলেন, “আমরা আমাদের ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বৃদ্ধির খবর জানাতে পেরে আনন্দিত। এই স্টোর থেকে আমরা এদেশে আমাদের উপস্থিতি জোরালো করার পাশাপাশি পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে বিভিন্ন পরিষেবা প্রদানের লক্ষ্য গ্রহণ করেছি।”

আবার একটি বিবৃতিতে বাউন্স ইনফিনিটি জানিয়েছে তারা ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এ তাদের স্কুটারের বিক্রি জারি রাখবে। প্রসঙ্গত, বর্তমানে বাউন্সের ঝুলিতে একটি মাত্র ইলেকট্রিক স্কুটার E1 রয়েছে। যার দাম ৫৪,৪৪৩ টাকা (এক্স-শোরুম)। এটি দুটি ভ্যারিয়েন্ট এবং পাঁচটি কালার স্কিমে উপলব্ধ। টপ এন্ড মডেলটির মূল্য ৭৭,৫৪৯ টাকা। তবে তবে গুজরাতে ভর্তুকি ধরে ব্যাটারি ও চার্জার ছাড়া ৩৬,০৯৯ টাকায় উপলব্ধ এটি।
বৈদ্যুতিক স্কুটারটির রেঞ্জ ৮৫ কিমি এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিমি। ৯৪ কেজি কার্বওয়েট যুক্ত স্কুটারটির মাটি থেকে সিটের উচ্চতা ৭৮০ মিমি।

Show Full Article
Next Story