ভারতে ৫০০ ও ১২০০ সিসি ইঞ্জিনের Crossfire ও Cromwell বাইক আনল Brixton, দাম ও ফিচার দেখুন

ভারতে ৫০০ এবং ১২০০ সিসি ইঞ্জিনের চারটি বাইক লঞ্চ করল অস্ট্রিয়ার ব্রিক্সটন মোটরসাইকেল। দেশের বাজারে তিন ধরনের বাইক এনেছে সংস্থাটি।

Suvrodeep Chakraborty 20 Nov 2024 7:14 PM IST

অস্ট্রিয়ার মোটরসাইকেল সংস্থা ব্রিক্সটন (Brixton) সম্প্রতি ভারতে চার ধরনের বাইক লঞ্চ করেছে। এগুলি হল - ক্যাফে রেসার, স্ক্র্যাম্বলার এবং নিও রোডস্টার বাইক। ৫০০ থেকে ১২০০ সিসির মধ্যে ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে । দুটি রেঞ্জে এই বাইক পাওয়া যাবে - ক্রমওয়েল ১২০০ এবং ক্রসফায়ার ৫০০। বাইকের দাম শুরু ৪.৭৪ লাখ (এক্স-শোরুম) টাকা থেকে।

বাইকগুলির বিশেষত্ব ইউনিক ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং ফিচার্স। ভারতে ব্রিক্সটন মোটরসাইকেলের নাম বেশ নতুন। দেশের KAW ভেলস মোটরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাইকগুলো বাজারে এনেছে সংস্থাটি। চলুন মডেলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Brixton Crossfire 500 X

ক্যাফে রেসার বোল্ড লুকের সঙ্গে এসেছে এই বাইক। মিলবে ৪৮৬ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ৪৭ হর্সপাওয়ার এবং ৪৩ এনএম টর্ক জেনারেট করতে পারে। ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম রয়েছে বাইকে। ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলসিডি কনসোল। বুলেট সিলভার এবং ব্ল্যাকস্টেজ ব্ল্যাক এই দুই রংয়ে পাওয়া যাবে বাইকটি।

Brixton Crossfire 500 XC

এটি একটি স্ক্র্যাম্বলার বাইক। এতেও রয়েছে একই ৪৮৬ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। একই শক্তি উৎপন্ন করতে পারে এই বাইক। তবে এতে টায়ারের আয়তন তুলনামূলক বড়, ১৯ ইঞ্চি। সঙ্গে রয়েছে ক্রস স্পোক ডিজাইন। অফ-রোডিংয়ের জন্য বাইকটি উপযুক্ত।

Brixton Cromwell 1200

নিও রেট্রো ডিজাইনের মোটরসাইকেল এটি। এতে ১৬ লিটার পেট্রল ট্যাংক এবং গোল এলইডি হেডল্যাম্প রয়েছে। বাইকের ফিচার হিসেবে পাওয়া যাবে TFT ডিসপ্লে, দুটি রাইডিং মোড রয়েছে - ইকো এবং স্পোর্ট। বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি ১২২২ সিসি, যা সর্বাধিক ৮২ হর্সপাওয়ার এবং ১০৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

Brixton Cromwell 1200 X

এটি ১২০০ সিসি ইঞ্জিনের স্ক্র্যাম্বলার ভার্সন। বাইকটি অফ-রোডিংয়ের জন্য উপযুক্ত। এতে রয়েছে অ্যালমুনিয়াম থ্রুটল বডি কভার। ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে একই ১২২২ সিসি। ভারতে এই বাইকের মাত্র ১০০টি ইউনিট বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থা।

Show Full Article
Next Story