রয়্যাল এনফিল্ড ভুলে যাবেন, নতুন বছরে বিরাট চমক হতে চলেছে এই মোটরসাইকেল

BSA Goldstar 650 এর উপর ভিত্তি করে বানানো হবে এই B65 স্ক্র্যাম্বলার বাইক। ভারতে এটি লঞ্চ হবে বলে জানা গিয়েছে। কত দাম হতে পারে জানুন।

Suvrodeep Chakraborty 3 Dec 2024 6:22 PM IST

এই কিছুদিন আগেই ব্রিটেনে B65 স্ক্র্যাম্বলার বাইক উন্মোচন করে BSA। এটি সংস্থার Goldstar 650 মডেলের উপর ভিত্তি করে তৈরি। বাইকটির বিক্রি শুরু হবে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। ভারতেও এই দু’চাকা লঞ্চ করা হবে বলে জানিয়েছে সংস্থা। কয়েক মাস হল দেশে লঞ্চ হয়েছে BSA Goldstar 650। ক্রেতাদের থেকে বেশ ভালোই প্রতিক্রিয়া পেয়েছে সংস্থা। তবে এবার মনে হচ্ছে, দেশে ৬৫০ সিসির বাইক সংখ্যা বাড়াতে চায় বিএসএ। সেক্ষেত্রে তুরূপের তাশ হতে চলেছে এই B65 স্ক্র্যাম্বলার বাইক।

সূত্রের খবর, ২০২৫ সালের শেষের দিকে আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হতে পারে BSA B65 স্ক্র্যাম্বলার বাইক। ২০২৬ সাল থেকে শুরু হতে পারে বিক্রি। যেহেতু গোল্ডস্টার ৬৫০-এর উপর ভিত্তি করে বানানো হবে, তাই এতে অনুরূপ বৈশিষ্ট্য দেখা যেতে পারে। ডিজাইনের প্যাটার্ন ও কিছু ফিচার্স আলাদা থাকতে পারে।

এতে পাওয়া যেতে পারে ১৯-১৭ ইঞ্চি স্পোক হুইল, সামনে একটি উঁচু মাডগার্ড, সিঙ্গেল এক্সহস্ট পাইপ এবং নম্বর বোর্ড। মোটরসাইকেলে ইঞ্জিন হিসাবে থাকবে ৬৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার পাওয়ারট্রেন, যা প্রায় ৪৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স।

ভারতে BSA Goldstar 650 এর দাম শুরু ৩ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। যেখানে স্ক্র্যাম্বলার বাইকটি ৩০ হাজার টাকা বেশি দামে আসতে পারে। আবার এই বাইকের টপ এন্ড ভ্যারিয়েন্ট Goldstar এর থেকে ৪০ হাজার টাকা বেশি দামে লঞ্চ হতে পারে । এখন দেখার ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে কী ফিচার্স, স্পেসিফিকেশন ও কেমন দামে এই বাইক বাজারে আনে সংস্থা।

Show Full Article
Next Story