Bugatti এর কোটি টাকার গাড়ি সাধ্যের বাইরে, তবে এবার আমজনতার জন্য 70 হাজারে ইলেকট্রিক কিক স্কুটার নিয়ে এল সংস্থা
জার্মান হাইপারকার নির্মাতা বুগাত্তি (Bugatti) গত জানুয়ারিতে CES 2022 প্রযুক্তি মেলায় একটি ইলেকট্রিক কিক স্কুটার...জার্মান হাইপারকার নির্মাতা বুগাত্তি (Bugatti) গত জানুয়ারিতে CES 2022 প্রযুক্তি মেলায় একটি ইলেকট্রিক কিক স্কুটার সর্বসমক্ষে এনেছিল। যা তারা ByTech International নামক এক সংস্থার সাথে যৌথভাবে নির্মাণ করেছিল সেটির। নামকরণ হয়েছিল Bugati 9.0। নিত্যদিন যাতায়াতের এই ই-স্কুটারটি এবারে আমেরিকার বাজারে বিক্রি শুরুর কথা ঘোষণা এল। এর দাম রাখা হয়েছে ১,২০০ ডলার (প্রায় ৯৫,০০০ টাকা)। আবার নীল রঙের বদলে কালো রঙের মডেলটি কিনলে খরচ পড়বে ৯১৯.৯৯ ডলার, যা প্রায় ৭২,০০০ টাকার সমান।
বুগাত্তির এই ইলেকট্রিক কিক স্কুটার এক চার্জে ৩৫.৪ কিমি পথ অনায়াসে পাড়ি দিতে সক্ষম। অর্থাৎ শুধু কাছেপিঠে চালানোর উপযোগী। স্পোর্ট মোডে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৯.৭৭ কিমি। ব্যাটারি চালিত স্কুটারটির সামনে ও পেছনে এলইডি লাইট একটি ডুয়েল ব্রেকিং সিস্টেম, এবং আইকনিক বুগাটি লোগো রয়েছে। পেছনে ইবি প্রোজেকশন মনোগ্রাম বিম থেকে লোগোটি বড় আকারে রাস্তায় প্রতিফলিত হবে।
Bugati 9.0-তে উপস্থিত এলইডি ডিসপ্লে রাইড, ব্যাটারি ক্যাপাসিটি এবং রেঞ্জ সম্পর্কে নানান তথ্য প্রদান করবে। স্কুটারের সাথেই থাকছে একটি চার্জার, যার মাধ্যমে বাড়িতে চার্জ করা যাবে। কিকস্ট্যান্ডটি চোখে পড়ার মতো, এতে উপস্থিত ল্যাচ স্কুটারটি ভাঁজ করার পর হ্যান্ডেলবারকে আটকে রাখে। সাসপেনশন ছাড়াই ৯-ইঞ্চি টায়ারে ছুটবে এটি। ফ্রন্ট হ্যান্ডেলব্রেক এবং এবং রিয়ার ইলেকট্রনিক এবিএস-সহ ডুয়েল ব্রেক সিস্টেম রয়েছে এতে।
বিভিন্ন অফলাইন আউটলেট ছাড়াও বুগাত্তির ওয়েবসাইট থেকে Bugati 9.0 কেনা যাবে। ওজন অত্যন্ত হালকা। মোটরসাইকেলের মতো হেড লাইট, টেল লাইট, এবং টার্ন সিগন্যাল আছে। তিনটি রঙের বিকল্পে উপলব্ধ এটি – সিলভার, ব্ল্যাক এবং অ্যাজাইল ব্লু। কয়েকটি আউটলেটে ৯০০ ডলারেও স্কুটারটি পাওয়া যাচ্ছে। যতদূর খবর, এর সিলভার রঙের মডেলটি সব বিক্রি হয়ে গিয়েছে।