Electric Scooter: ছাড়, ভর্তুকির দিন শেষ, দাম বাড়ার আগে সস্তায় ইলেকট্রিক স্কুটার কেনার শেষ সুযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কোন এক বক্তব্যে বলেছিলেন “এখনই সময়, সঠিক সময় এটাই”। তিনি একথা অন্য প্রসঙ্গে বললেও আগামী কয়েক মাসের মধ্যে যারা ইলেকট্রিক ভেহিকেল…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কোন এক বক্তব্যে বলেছিলেন “এখনই সময়, সঠিক সময় এটাই”। তিনি একথা অন্য প্রসঙ্গে বললেও আগামী কয়েক মাসের মধ্যে যারা ইলেকট্রিক ভেহিকেল কিনবেন বলে মনস্থির করে রেখেছিলেন, তাঁদের জন্য এই কথাটি বিশেষভাবে প্রযোজ্য। কেন এমনটা বলছি শুনবেন?

বিশেষজ্ঞদের দাবি, ৩১ মার্চের মধ্যে ইলেকট্রিক স্কুটার বা বাইক কেনার উৎকৃষ্ট সময়। কারণ কেন্দ্রীয় সরকারের ফেম সাবসিডি-র মেয়াদ নিয়ে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। চলতি অর্থবর্ষেই উত্তীর্ণ হতে পারে মেয়াদ। ২০২৩-২৪ অর্থবর্ষ শুরু হতেই ফেম প্রকল্পে প্রদেয় ভর্তুকির পরিমাণ কাটছাঁট করেছিল কেন্দ্র। সে সময় বলা হয়েছিল ৩১ মার্চ, ২০২৪ অথবা এর জন্য বরাদ্দ অর্থ শেষ হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) ইলেকট্রিক স্কুটার ও বাইকে আর্থিক ভর্তুকি দেওয়া হবে। সেই সময় এবার উপনীত।

ইলেকট্রিক টু হুইলার, থ্রি হুইলার এবং ফোর হুইলারে মোট ৭,০৪৮ কোটি টাকা ভর্তুকি ধার্য করেছিল মোদি সরকার। এদিকে ভারতের বিদ্যুৎ চালিত টু হুইলারের অন্যতম নির্মাতা এথার এনার্জি (Ather Energy) ৩১ মার্চের আগে ইলেকট্রিক টু হুইলার কিনলে অথবা রেজিস্টার করালে ফেম টু সাবসিডি অনুযায়ী ২২,৪৮৫ টাকা সাশ্রয়ের সুযোগ মিলবে।

আবার ফেব্রুয়ারি আরম্ভ হতেই বিভিন্ন ইলেকট্রিক টু হুইলার নির্মাতা অফারের ডালি সাজিয়ে হাজির হয়েছিল। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যার বৈধতা রয়েছে। মাস শেষ হতে চলেছে। হাতে আর মাত্র এক দিন। তাই বৈদ্যুতিক টু হুইলার কেনার ইচ্ছা থাকলে, দেরি করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। Ola Electric ও Okaya-র মতো প্রথম সারির সংস্থা চলতি মাসে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে।

২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওকায়া তাদের ব্যাটারি চালিত দু’চাকার গাড়িতে সর্বোচ্চ ১৮,০০০ টাকা ছাড় অফার দিচ্ছে। তাদের ইলেকট্রিক স্কুটারের নূন্যতম দাম ৭৪,৮৯৯ টাকা। রেঞ্জ ৭৫ কিলোমিটার। Faast F4 মডেলটি ফুল চার্জে ১৪০ থেকে ১৬০ কিলোমিটার রেঞ্জ দেয়। ডিসকাউন্ট যোগ হওয়ার ফলে মূল্য ১,৩৭,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ১,১৯,৯৯০ টাকা।

অন্যদিকে, Ola তাদের S1 Pro, S1 Air ও S1 X+ মডেলের দাম ২৫,০০০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। ফ্ল্যাগশিপ S1 Pro কিনতে বর্তমানে খরচ ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে ১৭,৫০০ টাকা ছাড় মিলছে। আগে মডেলটির দাম ছিল ১,৪৭,৫০০ টাকা (এক্স-শোরুম)। আবার ওলার সবচেয়ে সস্তা স্কুটার S1 X+ এখন ২৫,০০০ টাকা কমে উপলব্ধ। আগে কিনতে যেখানে ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) টাকা খরচ পড়ত, সেখানে এখন ৮৫,০০০ টাকাতেই কেনা যাচ্ছে। আর Ola S1 Air-এর মূল্য ১৫,০০০ টাকা কমে এখন হয়েছে ১.০৫ লাখ টাকা (এক্স-শোরুম)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন