Electric Car: বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি সংস্থার প্রথম ইলেকট্রিক SUV পরশুদিন লঞ্চ হবে ভারতে, এক চার্জে 420 কিমি

ভারতের ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে নতুন খেলোয়াড় হলেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি...
techgup 9 Oct 2022 6:59 PM IST

ভারতের ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে নতুন খেলোয়াড় হলেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা চীনের বিওয়াইডি (BYD) বা বিল্ড ইয়োর ড্রিমস‌। E6 ইলেকট্রিক এমপিভি লঞ্চ করে সাফল্য পাওয়ার পর Atto 3 নামে এক নতুন গাড়ি পরশুদিন, ১১ অক্টোবর ভারতীয় বাজারে লঞ্চ করবে তারা। যা এদেশে তাদের প্রথম বৈদ্যুতিক SUV।

ভারতে Tata Nexon EV Max, MG ZS EV, Mahindra XUV400 এর সঙ্গে BYD Atto 3 এর প্রতিযোগিতা চলবে। লঞ্চের আগেই ফাঁস হওয়া ব্রোশার থেকে ভারতে আসতে চলা BYD Atto 3-র স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ও সিঙ্গাপুর-সহ একাধিক দেশে বিক্রি হয় গাড়িটি।

BYD Atto 3 ভারতে ৪৯.৯২ কিলোওয়াট আওয়ার এবং ৬০.৪৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশনে আসবে। যা চার্জ না ফুরানো পর্যন্ত যথাক্রমে ৩৪৫ কিলোমিটার ও ৪২০ কিলোমিটার পথ চলতে পারবে বলে জানা গিয়েছে। এর মোটর থেকে ২০১ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক উৎপন্ন হবে। ১০০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে ৭.৩ সেকেন্ড সময় লাগবে। দাম শুরু হতে পারে ২৫ লাখ টাকা থেকে। এক্সপোর্ট ট্যাক্স এড়িয়ে দাম যতটা সম্ভব কম রাখতে ভারতেই মাটিতেই আমদানি করা অংশ জুড়ে ইলেকট্রিক গাড়িটি প্রস্তুত করা হবে।

এছাড়া, BYD Atto 3-এর বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট-সহ ১২.৮ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলটি প্রোগ্রাম, হিল হোল্ড কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জিং, সিন্থেটিক লেদার সিট, এলইডি লাইটিং সিস্টেম প্রভৃতি লক্ষ্য করা যাবে।

Show Full Article
Next Story