দিল্লির পর এবার মুম্বাই, BYD ভারতে ব্যবসার প্রসারে ফের ইলেকট্রিক গাড়ির নতুন শোরুম খুলল
বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতার খেতাব পাওয়ার পর চীনা সংস্থা বিল্ড ইওর ড্রিমস বা বিওয়াইডি (BYD) এখন ভারতে...বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতার খেতাব পাওয়ার পর চীনা সংস্থা বিল্ড ইওর ড্রিমস বা বিওয়াইডি (BYD) এখন ভারতে ব্যবসার বিস্তার করতে একের পর এক শহরে খুলছে শোরুম। দিল্লির পর এবার মুম্বাইতে প্রথম যাত্রীবাহী গাড়ির শোরুম উদ্বোধন করে বাণিজ্যনগরীতে তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করল বিওয়াইডি। ভারতে তাদের পঞ্চম শোরুম এটি। ল্যান্ডমার্ক বিওয়াইডির সঙ্গে যৌথভাবে সেটি পরিচালনা করা হবে। এদেশে অবশ্য সংস্থার অন্যান্য শোরুমগুলিও দেখভাল করছে ল্যান্ডমার্ক।
দুই হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই শোরুমে থাকছে দক্ষ টেকনিশিয়ান, গাড়ি সার্ভিস করার ব্যবস্থা, বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন, গ্রাহকদের বিশ্রামাগার, ডিসপ্লে ফ্লোর এবং সার্ভিস বে(Bay)। মুম্বাই নিবাসীরা তাদের পছন্দের বিওয়াইডি গাড়ি কেনার পাশাপাশি যাবতীয় সার্ভিস সংক্রান্ত সুবিধা পাবেন শোরুমটি থেকে। শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছিলেন ল্যান্ডমার্কের এগজিকিউটিভ চেয়ারম্যান সঞ্জয় থাক্কার, বিওআইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গোপালকৃষ্ণন এবং সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক ও অন্যান্য কর্মীবৃন্দ।
এখন মুম্বাইতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। এই প্রসঙ্গে গোপালকৃষ্ণন বলেন," মুম্বাই শহরে বেড়ে চলা বৈদ্যুতিক গাড়ির সম্ভাবনাময় ব্যবসা ক্ষেত্রকে কাজে লাগাতে তৎপর বিওয়াইডি। ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে ভারত সরকার এই দশকের মধ্যে ৩০% গাড়ির বৈদ্যুতিকরণ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে তাতে যোগদান করে অগ্রগণ্য ভূমিকা নেবে বিওয়াইডি।"
বর্তমানে e6 নামে এক ইলেকট্রিক মাল্টিপারপাস ভেইকেল বিক্রি করছে বিওয়াইডি । GL ও GX ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি। শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ৭১.৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি যা গাড়ির সামনের অ্যাক্সেলে শক্তি প্রদান করে। এতে থাকা বৈদ্যুতিক মোটরটি সর্বোচ্চ ৯৫ অশ্বশক্তি ও ১৮০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। e6 এর সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিমি/ঘণ্টা। রেঞ্জ ৪০০ কিলোমিটারের বেশি। গাড়িটির এক্স শোরুম মূল্য ২৯.১৫ লাখ টাকা।
এদিকে ১১ অক্টোবর ভারতে বিওয়াইডির দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি তথা প্রথম ইলেকট্রিক এসইউভি গাড়ি Atto 3 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরসহ একাধিক দেশে লঞ্চ হয়েছে এটি। গাড়িটির মোটর ২০৪ পিএস ও ৩১০ এনএম টর্ক উৎপন্ন করে। ভ্যারিয়েন্ট অনুযায়ী ৬০.৪৮ কিলোওয়াট আওয়ার ও ৪৯.৯২ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন দুই ধরনের ব্যাটারি প্যাক উপলব্ধ এতে। সম্পূর্ণ চার্জে ৪২০ কিলোমিটার চলতে পারে৷