বিনামূল্যে বিদেশ যাওয়ার সুযোগ, গাড়ি বুক করলেই জব্বর অফার দিচ্ছে এই কোম্পানি
ভারতীয় ক্রেতাদের মধ্যে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের অভ্যাস ক্রমে তৈরি হচ্ছে। বছরের পর বছর ধরে জ্বালানির খরচ থেকে রেহাই...ভারতীয় ক্রেতাদের মধ্যে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের অভ্যাস ক্রমে তৈরি হচ্ছে। বছরের পর বছর ধরে জ্বালানির খরচ থেকে রেহাই পেতে এককালীন বেশি দাম দিয়ে বৈদ্যুতিক গাড়ি কিনতে সদিচ্ছা দেখাচ্ছেন অনেকেই। তা প্রত্যক্ষ করেই এদেশে আরও একটি ব্যাটারি গাড়ি লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে বিওয়াইডি ইন্ডিয়া (BYD India)। আসন্ন মডেলটির নাম – BYD Seal। ইতিমধ্যেই সেডান গাড়িটির বুকিং গ্রহণ শুরু করেছে কোম্পানি। আগামী ৫ মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে এটি।
আকর্ষণের বিষয়, কোম্পানি জানিয়েছে যে সমস্ত গ্রাহক ৩০ এপ্রিলের মধ্যে BYD Seal বুক করবেন তাঁরা UEFA ম্যাচের টিকিট জেতার সুযোগ যাবেন। এখানেই শেষ নয়, বিমানে আসা যাওয়ার খরচও সংস্থার তরফে দেওয়া হবে। অনুমানঝ, এই গাড়ি সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসবে। বর্তমানে ভারতে একজোড়া ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করে বিওয়াইডি – e6 এমপিভি ও Atto3 ক্রসওভার এসইউভি। মডেল দুটির মূল্য যথাক্রমে ২৯.১৫ লক্ষ ও ৩৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
BYD Seal : রেঞ্জ ব্যাটারি ও পারফরম্যান্স
সিঙ্গেল এবং ডুয়েল, উভয় মোটর অপশনে BYD Seal বিক্রি করা হবে। ভার্সন অনুযায়ী, ইলেকট্রিক সেডান থেকে উৎপাদিত হবে ৩০৮ বিএইচপি ক্ষমতা ও ৩৬০ এনএম টর্ক অথবা ৫২২ বিএইচপি ও ৬৭০ এনএম টর্ক। রিয়ার হুইল ড্রাইভে ফুল চার্জে ৫৭০ কিলোমিটার রেঞ্জ মিলবে। যেখানে ডুয়েল মোটর সেটআপটি পুরোপুরি চার্জে ৫২০ কিলোমিটার পথ ছুটবে। এটি বেশি ক্ষমতার ৮২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক মডেলর স্পেসিফিকেশন।
অন্যদিকে, ৬১.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত ভ্যারিয়েন্টটি সম্পূর্ণ চার্জে ৪৬০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এর ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হবে সর্বোচ্চ ২০১ বিএইচপি শক্তি ও ৩১০ এনএম টর্ক। ছোট ব্যাটারি প্যাকটি ডিসি ফাস্ট চার্জারে ১১০ কিলোওয়াট গতিতে চার্জ হবে। যেখানে বড় ব্যাটারি ভার্সনের ক্ষেত্রে মিলবে ১৫০ কিলোওয়াট গতি।
BYD Seal : সেফটি রেটিং
ভারতের বাজারে আসতে চলা অন্যতম সুরক্ষিত বৈদ্যুতিক গাড়ি হচ্ছে BYD Seal। কেন এমনটা বলছি শুনবেন? কারণ গত বছর এটি Euro NCAP থেকে ক্র্যাশ টেস্টে ৫-স্টার রেটিং পেয়েছে। প্রাপ্তবয়স্ক ও শিশু যাত্রীদের ক্ষেত্রে যথাক্রমে ৮৯ শতাংশ ও ৮৭ শতাংশ নম্বর পেয়েছে। সুরক্ষাজনিত ফিচার্স হিসেবে এতে উপস্থিত ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, বেল্ট প্রি টেনশনার, বেল্ট লোড লিমিটার, সাইড এয়ার ব্যাগ এবং একটি সেন্টার এয়ার ব্যাগ। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, লেন অ্যাসিস্ট সিস্টেম ইত্যাদি।