RBI Repo Rate Hike: ঋণ নিয়ে গাড়ি-বাইক কিনবেন? বাড়তে পারে ব্যাঙ্কের EMI
নতুন গাড়ি বাড়ি আনার পরিকল্পনা? স্বপ্নের বাইক কেনার চিন্তায় মশগুল? নগদের পরিবর্তে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলে একটু ভেবে...নতুন গাড়ি বাড়ি আনার পরিকল্পনা? স্বপ্নের বাইক কেনার চিন্তায় মশগুল? নগদের পরিবর্তে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলে একটু ভেবে দেখুন। কারণ আপনাকে এবার ইএমআই বা মাসিক কিস্তিতে বাড়তি টাকা গুনতে হতে পারে। দেশের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI রেপো রেট বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার দেশের শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের রেপো রেট আরো ৫০ পয়েন্ট বর্ধিত করা হচ্ছে। এর ফলে রেপো রেট বেড়ে দাড়ালো ৪.৯০ শতাংশ।
প্রসঙ্গত সমগ্র দেশে মুদ্রাস্ফীতির যে চোরা স্রোত বইছে তাতে লাগাম পরাতেই এই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টা খুবই সহজ, দেশের সমস্ত ব্যাংক যে সুদের হারে আরবিআই থেকে ঋণ নেয় তাকেই বলা হয় রেপো রেট। রেপো রেট বেড়ে যাওয়ার ফলে এই সমস্ত ব্যাংক গুলিকে অতিরিক্ত টাকা সুদ হিসাবে দিতে হবে। যার ফলে এই সমস্ত ব্যাংকগুলিও জনগণের উপরে সেই অতিরিক্ত সুদের বোঝা চাপিয়ে দেবে। ফলস্বরূপ বেশ খানিকটা বেড়ে যাবে সুদ বা মাসিক কিস্তির অঙ্ক। একদিকে ব্যাংক থেকে সাধারণ মানুষের ঋণ নেওয়ার প্রবণতা কিছুটা কমবে, অন্যদিকে চাহিদার অভাবে দাম কমবে বিলাসবহুল দ্রব্যের।
সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন কোন গাড়ি-বাইক কেনার ক্ষেত্রে ঋণ নেওয়াতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। মাসিক কিস্তিতে (EMI) তা পরিশোধ করাও খুব একটা কষ্টকর নয়। কিন্তু সুদের হার বাড়লে স্বাভাবিকভাবেই ক্রেতাদের উপর অতিরিক্ত বোঝা বাড়বে। তাই বর্তমানের এই উদ্ভূত পরিস্থিতিতে আপাতত ভাবে গাড়ি কেনার সেই স্বপ্নে ছেদ পড়তে চলেছে।
প্রসঙ্গত, এক মাস চার দিনের মধ্যে দ্বিতীয়বারের জন্য বাড়ানো হলো এই রেপো রেট। এই সিদ্ধান্তকে জনহিতকর বলে মনে করা হলেও বিশেষজ্ঞদের একাংশের মত ভিন্ন। অতিমারি পর্ব কাটিয়ে গাড়ি শিল্প যখন কিছুটা মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল ঠিক তখনই শীর্ষ ব্যাংকের এইরূপ সিদ্ধান্তের ফলে ক্রেতারা হতাশ হয়ে পড়বে। আবারো ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি।