মারুতির গাড়ির কাছে গো হারা হারল গোটা পাকিস্তান! চমকে যাবেন পুরো ঘটনা শুনলে

আর্থিক সঙ্কটের ঝিমুনি খানিক কাটিয়ে উঠেছে ভারতের পড়শি দেশ পাকিস্তান। আর তাই গেল মাস অর্থাৎ ফেব্রুয়ারি, 2024-এ সে দেশে...
SUMAN 19 March 2024 4:30 PM IST

আর্থিক সঙ্কটের ঝিমুনি খানিক কাটিয়ে উঠেছে ভারতের পড়শি দেশ পাকিস্তান। আর তাই গেল মাস অর্থাৎ ফেব্রুয়ারি, 2024-এ সে দেশে যাত্রীবাহী গাড়ির বেচাকেনা তাৎপর্যপূর্ণ হাড়ে বাড়তে দেখা গেছে। তা সত্ত্বেও যে পাকিস্তানের অটোমোবাইল শিল্পের খুঁটি পাকাপোক্ত হয়েছে, সেকথা বলা যায় না। পরিসংখ্যান বলছে, গত মাসে সে দেশের মোট 9,709 জন নাগরিক প্যাসেঞ্জার ভেহিকেল বাড়ি নিয়ে এসেছেন। এতে করে 2023-এর ফেব্রুয়ারির চাইতে বেচাকেনার পরিমাণ 57% বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু ভারতে গাড়ি বিক্রি তুলনায় এটি নগন্য।

গাড়ি বিক্রিতে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

মজার বিষয়, আগের মাসে ভারতের বর্তমানে বেস্ট সেলিং কার Maruti Suzuki WagonR-এর বিক্রিবাটার পরিমাণ (19,412 ইউনিট) পাকিস্তানে মোট গাড়ি বিক্রির প্রায় দ্বিগুণ। পাকিস্তান অটোমোটিভ মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা পামা'র (PAMA) পরিসংখ্যান বলছে, সিংহভাগ গাড়ি নির্মাতা বিগত কয়েক মাসের তুলনায় ফেব্রুয়ারিতে বিক্রি বাড়াতে পেরেছে। যার মধ্যে অন্যতম Pak Suzuki।

Alto বর্তমানে পাকিস্তানের বেস্ট সেলিং গাড়ি। গেল মাসে এটি বিকিয়েছে 3,373 ইউনিট। গেল বছর ওই সময়ের তুলনায় যা 520% বেশি। এছাড়া অন্যান্য সংস্থার মুখেও হাসি ফুটতে দেখা গেছে। যেমন Indus Motor Company 2,036টি Toyota-র গাড়ি বেচতে সমর্থ হয়েছে। এই বেচাকেনা 2023-এর ফেব্রুয়ারির তুলনায় 13% বেশি।

2023-24 অর্থবর্ষ শুরু হওয়ার পর প্রথম আট মাসে পাকিস্তানে গাড়ির বেচাকেনা 41% কমেছে বলে এক স্থানীয় সংবাদ সংস্থায় উল্লেখ করা হয়েছে। মূল্যবৃদ্ধি, ব্যয়বহুল ফিনান্সিং বিকল্প, সবমিলিয়ে গাড়ির বিক্রিবাটা তলানিতে এসে ঠেকেছিল। এদিকে প্রথম স্থানে থাকা চীন এবং দ্বিতীয়তে আমেরিকার পর অটোমোবাইলের বৃহত্তম বাজার হিসেবে তিন নম্বরে আত্মপ্রকাশ করেছে ভারত।

এ বছর ফেব্রুয়ারিতে মোট 3.70 লাখ ভারতীয় নাগরিক নতুন গাড়ি বাড়ি নিয়ে এসেছেন। সেখানে পাকিস্তানে মোট বেচাকেনার পরিমাণ গিয়েছে মাত্র 9,709 ইউনিট। ভারতে শীর্ষস্থানে থাকা Maruti Suzuki WagonR বিকিয়েছে 19,412 ইউনিট। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী Tata Punch ও Maruti Suzuki Baleno বিক্রি হয়েছে যথাক্রমে 18,438 ইউনিট ও 17,517 ইউনিট।

Show Full Article
Next Story