মাস ফুরোলেই বড় সিদ্ধান্ত নিচ্ছে মারুতি, টাটা, মাহিন্দ্রা, হুন্ডাই-সহ দেশের সমস্ত গাড়ি সংস্থা
মারুতি সুজুকি, মাহিন্দ্রা, হুন্ডাই-সহ একাধিক সংস্থা জানুয়ারি থেকে বাড়াতে চলেছে যাত্রীবাহী গাড়ির দাম। ছোট গাড়ির পাশাপাশি SUV এর দামও এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে দেশে।
মাস ফুরোলেই দামি হবে যাত্রীবাহী গাড়ি। মূল্যবৃদ্ধির পথে হাঁটতে চলেছে মারুতি সুজুকি, মাহিন্দ্রা, হুন্ডাই, এমজি, টাটা মোটরস, নিসান, অডি, মার্সিডিজ এবং কিয়া। ২০২৫ ক্যালেন্ডার বছরে, গাড়িগুলির দাম বৃদ্ধি করা হবে ২-৪ শতাংশ। উৎপাদন খরচ, অপারেশন খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি।
Maruti Suzuki
মারুতি সুজুকি ২০২৫ সালের জানুয়ারি থেকে ৪ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। তবে, এই দাম মডেল এবং ভেরিয়েন্টের উপর নির্ভর করবে। বাজারের ৪০ শতাংশ দখল রয়েছে সংস্থার। সবথেকে কম দামি Alto (৩.৯৯ লক্ষ টাকা) থেকে সবচেয়ে দামি Invicto (৩০ লক্ষ টাকার বেশি) এর মতো গাড়ির পোর্টফোলিও রয়েছে মারুতির।
Hyundai
ভারতে গাড়িগুলির জন্য শতাংশের হারে কোনও দাম বৃদ্ধি না করলেও, কোরিয়ান গাড়ি নির্মাতার সমস্ত গাড়ির দাম ২৫ হাজার টাকা বাড়াতে চলেছে। হুন্ডাই নতুন ক্যালেন্ডার বছর শুরু করতে চলেছে, একটি সম্পূর্ণ নতুন গাড়ি - Creta EV-এর আগমনের সাথে।
Nissan
লঞ্চের সময় ম্যাগনাইট ফেসলিফ্টের দাম বৃদ্ধি না হলেও, নিসান সাব-৪ মিটার SUV-এর দাম ২ শতাংশ বাড়িয়েছে। যদিও এটি দীর্ঘকাল ধরে নিসান ইন্ডিয়ার শোরুমে একমাত্র গাড়ি ছিল। এটি এই বছর ফ্ল্যাগশিপ এক্স-ট্রেলের সাথে যুক্ত হয়েছে। বর্তমানে, ভারত থেকেও বিভিন্ন দেশে ম্যাগনাইট রপ্তানি করা হয়।
Tata Motors
টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির লাইনআপ জুড়ে ৩ শতাংশের দাম বৃদ্ধির ঘোষণা করেছে, যা ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। দাম বৃদ্ধি শুধুমাত্র টাটা ICE রেঞ্জের গাড়িকেই প্রভাবিত করবে না, ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির অফারগুলিকেও প্রভাবিত করবে৷
Kia ও MG Motors
কিয়া ইন্ডিয়া ২০২৫ সালের জানুয়ারি থেকে তাদের সম্পূর্ণ লাইন আপ জুড়ে ২ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। সংস্থার দাবি, পণ্যের দাম বৃদ্ধি এবং সরবরাহ চেইন-সম্পর্কিত খরচ বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত। অন্যদিকে, MG Motors তাদের পুরো লাইনআপ জুড়ে ৩ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির ঘোষণা করেছে।
মারুতি সুজুকি, মাহিন্দ্রা, হুন্ডাই-সহ একাধিক সংস্থা জানুয়ারি থেকে বাড়াতে চলেছে যাত্রীবাহী গাড়ির দাম। ছোট গাড়ির পাশাপাশি SUV এর দামও এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে দেশে।