তুখোড় অ্যাডভেঞ্চার বাইক আনল CFMoto, মিলবে ৮০০ সিসির শক্তিশালী ইঞ্জিন

নতুন বাইক উন্মোচন করল CFMoto। এটির নাম 800MT-X। বাইকে রয়েছে ৭ ইঞ্চি TFT ডিসপ্লে এবং ৭৯৯ সিসির টুইন ইঞ্জিন। আর কী কী স্পেসিফিকেশন রয়েছে জেনে নিন।

Suvrodeep Chakraborty 12 Nov 2024 8:02 PM IST

নতুন অ্যাডভেঞ্চার বাইক 800MT-X উন্মোচন করল CFMoto। ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA ২০২৪ মোটরসাইকেল শো-তে বাইকটির উপর থেকে পর্দা সরিয়েছে কোম্পানি। এটি 800MT রেঞ্জের লেটেস্ট এডিশন। এই মোটরসাইকেলের সাথে কেটিএম 790 অ্যাডভেঞ্চারের বেশ কিছু জায়গায় মিল রয়েছে। সংস্থার অন্যান্য বাইকের তুলনায় এতে নতুন কসমেটিক আপডেট এবং ফিচার যোগ করা হয়েছে।

স্টাইলিংয়ের ক্ষেত্রে 800MT-X অন্যান্য 800 MT রেঞ্জের বাইকের থেকে অনেক বৈশিষ্ট্য ধরে রেখেছে। যেমন অ্যাঙ্গুলার হেডল্যাম্প, লম্বা উইন্ডশিল্ড এবং একই টেল সেকশন। বাইকে রয়েছে ফ্রন্ট মাডগার্ড, একটি সিঙ্গেল-পিস সিট এবং একটি নতুন ডিজাইন করা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে যা অনেকটা কেটিএম 790 অ্যাডভেঞ্চার বাইকের জ্বালানী ট্যাঙ্কের ডিজাইন মনে করিয়ে দেয়।

আবার এতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং অ্যাপল কারপ্লে-সহ একটি ৭ ইঞ্চি TFT ডিসপ্লে উপস্থিত। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে পাবেন ক্রুজ কন্ট্রোল, কর্নারিং এবিএস এবং অ্যাডজাস্টেবল ট্র্যাকশন কন্ট্রোল। মোটরসাইকেলটিতে তিনটি রাইডিং মোড রয়েছে : স্পোর্ট, রেইন এবং অফ রোড। মোটরসাইকেলে উষ্ণ গ্রিপ এবং সিটের সুবিধাও রয়েছে।

হার্ডওয়্যারের ক্ষেত্রে বাইকের সামনে আপ সাইড ডাউন ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন সেটআপ রয়েছে। সামনের চাকা ২১ ইঞ্চি এবং পিছনের চাকা ১৮ ইঞ্চি। দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকের ওজন ২২০ কেজি। এই অ্যাডভেঞ্চার বাইকে রয়েছে ৭৯৯ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ৯৪ হর্সপাওয়ার এবং ৮৭ এনএম টর্ক তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি এই বাইক ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। দেশে এই মুহূর্তে ৪টি মোটরসাইকেল বিক্রি করে কোম্পানি। এগুলি হল - CFMoto 300NK, CFMoto 650GT, CFMoto 650MT এবং CFMoto 650NK।

Show Full Article
Next Story