ভারতের সোনায় সোহাগা! Tesla-র পর দেশে কারখানা বানানোর প্রস্তাব বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি সংস্থার

বর্তমানে ভারতে টেসলা (Tesla)-র আগমনকে ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে। সম্প্রতি ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)-এর সংস্থা জানিয়েছে, তারা এদেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে প্রস্তুত।…

বর্তমানে ভারতে টেসলা (Tesla)-র আগমনকে ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে। সম্প্রতি ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)-এর সংস্থা জানিয়েছে, তারা এদেশে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে প্রস্তুত। মার্কিন সংস্থার এই ঘোষণার দু’দিনের মাথায় বিশ্বের অন্যতম প্রথম সারির ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা বিল্ড ইওর ড্রিমস বা বিওয়াইডি (BYD)-ও এদেশে ব্যাটারি চালিত এবং প্লাগ-ইন হাইব্রিড ভেহিকেলের কারখানা গড়ার প্রস্তাব দিল। রয়টার্স সূত্রে খবর, এজন্য চীনা কোম্পানিটি মোট ১০০ কোটি ডলার বা প্রায় ৮,২১৬ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছে। ফলে বিশ্ব মানচিত্রে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষায় রাখে না।

BYD ভারতে ইলেকট্রিক ভেহিকেলের কারখানা তৈরির প্রস্তাব দিল

বিখ্যাত চীনা কোম্পানিটি হায়দ্রাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্স-এর সাথে যৌথ উদ্যোগে কারখানা খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পেশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চৈনিক সংস্থাটি দেশে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ভেহিকেল উৎপাদনের চিন্তা-ভাবনা করছে। যার মধ্যে রয়েছে হ্যাচব্যাক থেকে এসইউভি।

বর্তমানে বিওয়াইডি-র ভারতীয় পোর্টফোলিওতে রয়েছে – Atto 3 ইলেকট্রিক এসইউভি এবং e6। দুটি মডেলই ভারতে যন্ত্রাংশ জুড়ে তৈরি করা হয়। সংস্থার চেন্নাইয়ের কারখানাতেই অ্যাসেম্বলিংয়ের কাজ চলে। Atto 3 গাড়িটি ব্যক্তিগত ব্যবহারের জন্য উপলব্ধ হলেও হলেও, e6-এর গন্ডী বি২বি বা বাণিজ্যিক ব্যবহারের জন্য সীমাবদ্ধ।

বিশ্বের মধ্যে বিওয়াইডি ইলেকট্রিক ভেহিকেলের বৃহত্তম নির্মাতা হলেও, বিক্রির নিরিখে মার্কিন প্রতিপক্ষ টেসলা তাদেরকে সমানে টেক্কা দিচ্ছে। Tesla Model Y বর্তমানে সর্বাধিক চাহিদাপূর্ণ প্লাগ-ইন ইলেকট্রিক গাড়ি। গত বছর এটির ৭,৮৬,০০০ ইউনিট বিক্রি হয়েছিল। অন্যদিকে, Song, Yuan Plus এবং Qin হচ্ছে চীনা সংস্থাটির সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি।