‘থালা ফর আ রিজন’, T20 বিশ্বকাপের মাঝে বাজারে এল স্পেশাল Dhoni Edition গাড়ি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেই তাঁর সম্মানার্থে C3 Aircross Dhoni Edition লঞ্চ করেছে সিট্রোয়েন ইন্ডিয়া…

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেই তাঁর সম্মানার্থে C3 Aircross Dhoni Edition লঞ্চ করেছে সিট্রোয়েন ইন্ডিয়া (Citroen India)। গোটা দেশে এই স্পেশাল এডিশন গাড়ির মাত্র ১০০ ইউনিট তৈরি করা হবে। ১১.৮২ লাখ টাকা (এক্স-শোরুম) দামের এই Citroen C3 Aircross Dhoni Edition-এ আছে স্পোর্টি লুকের সাথে প্রিমিয়াম ফিচার্স।

Citroen C3 Aircross Dhoni Edition

Citroen C3 Aircross Dhoni Edition নামকরণ সার্থক, কারণ গাড়ির বনেট, টেলগেট এবং রিয়ির ডোরে ‘7’ নম্বর লেখা রয়েছে। আবার ফ্রন্ট ডোরে ‘Dhoni Edition’ লেখা পরিলক্ষিত হয়েছে। অন্দরমহলে ক্রিকেট থিম দ্বারা শোভিত হয়েছে। কেবিনে রয়েছে ব্লু এবং অরেঞ্জ কনট্রাস্ট সহ ব্ল্যাক ও বেজ ডুয়েল টোন সিট। বিশেষত্ব হিসেবে ড্রাইভারের সিটেও ‘7’ লেখা। আবার ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে রয়েছে ক্যাপ্টেন কুলের স্বাক্ষর।

Citroen C3 Aircross Dhoni Edition-এর কেবিনে উপস্থিত বিশেষ কুশান, ইলুমিনেটেড ডোর স্টিল প্লেট, ধোনির জার্সি নম্বর ও সাক্ষর দ্বারা শোভিত সিট বেল্ট কভার ও ধোনি থিমের গুডি ব্যাগ। আকর্ষণের বিষয়, একজন ভাগ্যবান বিজেতা ধোনির সিগনেচার সহ একজোড়া উইকেট কিপিং গ্লাভস পেয়ে যাবেন।

Citroen C3 Aircross Dhoni Edition-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে একটি ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, ৭ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, হিল হোল্ড অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর, টায়ার্ড প্রেসার মনিটরিং এবং রিয়ার ভিউ ক্যামেরা। ধোনি এডিশনের এই গাড়িতে রয়েছে শক্তিশালী ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এর আউটপুট ১১০ পিএস এবং ২০৫ এনএম। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৬-স্পিড টর্ক কনভার্টার সহ বেছে নেওয়া যাবে।