Citroen eC3: ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরি করে অল্প দামে বেচতে চলেছে ফরাসি সংস্থা

চলতি বছরে ভারতে তাদের প্রথম গাড়ি লঞ্চ করে এবার আরো বড় ধামাকা নিয়ে আসছে ফ্রান্সে সংস্থা সিট্রোয়েন (Citroen)। দেশের...
techgup 15 Dec 2022 1:31 PM IST

চলতি বছরে ভারতে তাদের প্রথম গাড়ি লঞ্চ করে এবার আরো বড় ধামাকা নিয়ে আসছে ফ্রান্সে সংস্থা সিট্রোয়েন (Citroen)। দেশের বাজারে খুব শীঘ্রই দিনের মধ্যেই আসতে চলেছে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি। এটি তাদের সম্প্রতি লঞ্চ হওয়া C3 মডেলটির উপর নির্ভর করেই তৈরি হবে। যার অফিশিয়াল নাম eC3 হবে বলে নিশ্চিত করা হয়েছে। ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে বা খুব সম্ভবত জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে Citroen eC3 লঞ্চ করা হবে এ দেশে।

সিট্রোয়েন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কার্লোস টাভেরেস (Carlos Taveres) সকলকে আশ্বস্ত করে জানান যে আগামী বছরের জানুয়ারিতেই দেখা মিলবে eC3-এর। এমনকি নতুন বছরে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান অটো এক্সপো-তে এই গাড়িটির উপর থেকে পর্দা সরবে বলেও ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন তিনি।

ইতিমধ্যেই সিট্রোয়েন তাদের এই প্রথম ইলেকট্রিক গাড়ি eC3-র টিজার প্রকাশ করেছে। আত্মপ্রকাশের আগে মডেলটির সম্পর্কে আরো বিশদে তথ্য পরিবেশন করা হবে বলে জানিয়েছে ফ্রান্সের এই গাড়ি নির্মাতা। এমনকি কয়েকদিন আগেই সিট্রোয়েন ঘোষণা করে যে তাদের এই ব্যাটারি চালিত গাড়িটি এদেশের মাটিতেই উৎপাদন হবে। যার ফলে এটিকে অল্প দামে বেচতে সুবিধা হবে তাদের।

আদতে ভারতবর্ষের মতো বাজারে ১০ লাখ টাকা দামের মধ্যে বৈদ্যুতিক খুব কমই দেখা মেলে তাই এখানে এই জাতীয় মডেলের সঠিক দাম নির্ণয় করা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কার্লোস টাভেরেস পূর্বে এক সময় বলেন যে, "মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক কার বাজারে আনা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয়। একমাত্র যন্ত্রাংশের সহজলভ্যতাই পারে এই সমস্যার সমাধান ঘটাতে"। সে কারণেই এদেশের মাটি ব্যবহার করেই eC3 তৈরি করতে চাইছে তারা।

এমনকি এই গাড়িটির দাম সাধ্যের মধ্যে রাখতে সিট্রোয়েন বিভিন্ন দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে উপকরণ সংগ্রহ করবে বলেই মনে করা হচ্ছে। eC3 মডেলটিতে সম্ভবত ৩০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে। সিট্রোয়েনের আধিকারিক আরো বলেন যে সমস্ত রকম লাভের রাস্তা খোলা রেখেই সাধ্যের মধ্যে একটি ব্যাটারি চালিত কম্প্যাক্ট গাড়ি বিক্রি করার সেরা সুযোগ রয়েছে ভারতবর্ষের জন্য। এর অন্যতম কারণ এদেশের প্রতিযোগিতাপূর্ণ সরবরাহ মাধ্যম এবং এখান থেকেই অন্য দেশে পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে গাড়িটির।"

অন্যদিকে, বিগত কয়েক দিন ধরেই সিট্রোয়েনের এই ইলেকট্রিক গাড়িটির ট্রায়াল রান হতে দেখা গিয়েছে বিভিন্ন রাস্তায়। তাই অবশ্যই ভারতে লঞ্চ করার পর এটিই হবে এদেশের "সবচেয়ে সস্তা" সাবকম্প্যাক্ট ইলেকট্রিক এসইউভি হ্যাচব্যাক মডেল। তবে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে কম মূল্যে পাওয়া বৈদ্যুতিক গাড়ি Tata Tiago EV-র সঙ্গে চূড়ান্ত টক্কর জমবে eC3-র তা নিশ্চিত করেই বলা যায়।

Show Full Article
Next Story