জলের বোতল-পাইপ দিয়ে 6 হাজার টাকায় বাইক বানিয়ে চমকে দিল একাদশ শ্রেণীর ছাত্র

কোন একটা জিনিস নতুনভাবে তৈরি করে দেখানোর অদম্য ইচ্ছা সবচেয়ে বেশি ভারতীয়দের মধ্যে দেখা যায়। তবে এই ইচ্ছা যে কেবল ইচ্ছা হয়েই রয়ে যায় তেমনটি…

কোন একটা জিনিস নতুনভাবে তৈরি করে দেখানোর অদম্য ইচ্ছা সবচেয়ে বেশি ভারতীয়দের মধ্যে দেখা যায়। তবে এই ইচ্ছা যে কেবল ইচ্ছা হয়েই রয়ে যায় তেমনটি একেবারেই নয়, বরং তা বাস্তবায়নের পথে যারপরনাই চেষ্টা চালিয়ে যান সৃজনশীল মানসিকতার ব্যক্তিরা। এবার এমন আরও এক নিদর্শন উঠে এলো বাংলায় কবিগুরুর অতি পছন্দের জায়গা বোলপুর থেকে। বিশ্বভারতীর একাদশ শ্রেণীর ছাত্র রুপম সরকার জলের বোতল, প্লাস্টিকের পাইপ, পরীক্ষার বোর্ড দিয়ে বানিয়ে ফেলেছেন আস্ত এক মোটরসাইকেল।

বীরভূমের পারুই থানার বাতিকারের বাসিন্দা ইন্দ্রনারায়ণ সরকার কর্মসূত্রে তিনি বোলপুরের সুরুলে থাকেন। তার পুত্র রূপম সরকার বিশ্বভারতীর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। মা মৌসুমী সরকার গৃহবধূ। ছোটবেলার থেকেই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে নতুন কিছু আকার দান করার নেশায় বুঁদ হয়ে থাকত রূপম। সেই নেশাই তীব্রতর আকার নেওয়ায় আজ সে একটি বাইক বানিয়ে ফেলেছে।

বাইকটির নামকরণ করা হয়েছে ‘ভেনম’। রুপমের কথায় এই বাইকটি বানাতে প্রায় দেড় মাস সময় লেগেছে তার। এর জন্য খরচ হয়েছে মাত্র ৬ হাজার টাকা। রুপমের তৈরি এই বাইকে সাওয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সহপাঠীরা। রুপমের অনেক শুভাকাঙ্ক্ষী সোশ্যাল মিডিয়াতে মোটরসাইকেলটির ছবি পোস্ট করেছেন।

রূপমের মা মৌসুমী সরকার ছেলের এই কীর্তি সম্পর্কে জানান, “ছোট থেকেই পড়ে থাকা জিনিসপত্র নিয়ে কিছু বানানোর চেষ্টা করত রুপম। এই বাইক বানানোর সময় মডেল কেমন হবে, স্কেচ করে আমাকে দেখাতো। বিভিন্ন বিষয়ে জানতে চাইত। না বুঝলে আমাকে বুঝিয়ে দিত। এখন ওর বাইক দেখে সবাই খুশি। সকলেই চাপতে চায়।” রুপমের কথায়, “ইচ্ছে ছিল বাইক বানাব। বাবার পুরনো বাইকের ইঞ্জিন সার্ভিসিং করিয়ে সেই কাজ শুরু করি। বাইক তৈরিতে জলের পাইপ, পরীক্ষার বোর্ড এমনকি বোতল ব্যবহৃত হয়।” রুপম জানায়, তাঁর ইচ্ছা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার।