নতুন বাইক লঞ্চ করে রাজকীয় কামব্যাকের প্ল্যান, রয়্যাল এনফিল্ড-কে হারাতে এককাট্টা Jawa-Yezdi
ক্লাসিক লেজেন্ডসের (Classic Legends) ছত্রছায়ায় Royal Enfield-এর অন্যতম প্রতিপক্ষ হিসেবে বাজারে প্রত্যাবর্তন করেছিল...ক্লাসিক লেজেন্ডসের (Classic Legends) ছত্রছায়ায় Royal Enfield-এর অন্যতম প্রতিপক্ষ হিসেবে বাজারে প্রত্যাবর্তন করেছিল আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড – জাওয়া (Jawa) ও ইয়েজদি (Yezdi)। তবে ভাল মডেল ঝুলিতে থাকলেও বাজারে সেভাবে দাগ কাটতে সক্ষম হয়নি তারা। তাই ২০২৪ সালে নতুন বাইক লঞ্চের মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তনের প্ল্যান করছে মালিক সংস্থা ক্লাসিক লেজেন্ডস। ডিলারশিপ নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি এই বছর দুই থেকে তিনটি নতুন পণ্য লঞ্চের লক্ষ্যে এগোচ্ছে কোম্পানি।
Jawa-Yezdi এই বছর নতুন বাইক লঞ্চ করবে
সংস্থার সিইও আশীষ সিং যোশী ২০২৩ এর চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কথা স্বীকার করে উক্ত সময়কে কোভিড পরবর্তী ক্রান্তিকাল হিসেবে দায়ী করেছেন। ২০২৪ তাদের ব্রান্ডের জন্য সৌভাগ্য বয়ে আনবে বলেই আশাবাদী যোশী। সম্প্রতি লঞ্চ হওয়া ২.১৪ লাখ টাকা (এক্স-শোরুম) মূল্যের নতুন Jawa 350 প্রত্যাবর্তনের সেই পথে বাহক বলেই মনে করা হচ্ছে।
Jawa-Yezdi বর্তমানে সম্মিলিতভাবে এদেশে সাতটি মোটরসাইকেল বিক্রি করে। যোশী জানিয়েছেন, আগামী এপ্রিল, মে ও উৎসবের মরসুমে ২-৩টি মডেল উন্মোচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য রয়্যাল এনফিল্ড’কে চাপে ফেলা। যে কারণে জাওয়া আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে নিজেদের ডিলারশিপের সংখ্যা ৪২৩ থেকে বাড়িয়ে ৭৫০ করার লক্ষ্য স্থির করেছে।
সংস্থার নজর থেকে বাদ পড়বে না আন্তর্জাতিক বাজার। ইউরোপ থেকে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে বাইক রপ্তানির সুযোগ খুঁজছে সংস্থা। প্রসঙ্গত, নতুন লঞ্চ হওয়া Jawa 350-এর মেইন হাইলাইট ৩৩৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ২২.৫ বিএইচপি ক্ষমতা এবং ২৮.২ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইঞ্জিন। নতুন চ্যাসিস, চওড়া টায়ার, দীর্ঘ হুইলবেস সহ নানা চমক রয়েছে বাইকটিতে।