Electric Car: বৈদ্যুতিক গাড়ির প্ল্যাগ হ্যাচকা টানে ছিঁড়ে ফেলল গরু, দেখুন ভিডিয়ো

ভারতের রাস্তাগাটে প্রায়শই গবাদি পশুর অবাধ বিচরণ চলে। ফলে হামেশাই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এতে যেমন সেই অবলা পশুটির...
SUMAN 27 Dec 2022 7:46 PM IST

ভারতের রাস্তাগাটে প্রায়শই গবাদি পশুর অবাধ বিচরণ চলে। ফলে হামেশাই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এতে যেমন সেই অবলা পশুটির ক্ষতি হয়, পাশাপাশি গাড়ি ও চালকের ক্ষয়ক্ষতির খবরও হামেশাই শোনা যায়। এবারে যেমন Tata Nexon EV-এর একজন গ্রাহক তাঁর গাড়ির ছেঁড়া চার্জিং পোর্টের ছবি পোস্ট করেছেন টুইটারে। সুমিত নামক ওই ব্যক্তির দাবি, গবাদি পশু ওই বেহাল দশা করেছে।

সুমিত তাঁর গাড়ির চার্জিং পোর্টের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে ছিঁড়ে যাওয়া চার্জিং পোর্টের ভিডিয়ো দেখানো হয়েছে। তিনি জানান, বাড়ির বাইরে টাটা নেক্সন ইভি গাড়িটি চার্জে বসিয়েছিলেন। একটি গরু এসে সেটি খারাপ করে দেয়। গরুটি চার্জিংয়ের তার টেনে খুলে ফেলে। আর তাতেই নষ্ট হয়ে যায় সেটি।

প্রসঙ্গত, ২০২০ সালে লঞ্চ হওয়া টাটা নেক্সন ইভি-এর ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ১২৭ বিএইচপি ক্ষমতা ও ২৪৫ এনএম টর্ক উৎপাদিত হয়। সম্পূর্ণ স্থিতাবস্থা থেকে ১০০ কিমি/ ঘন্টা গতিবেগ তুলতে সময় লাগে ৯.৫৮ সেকেন্ড। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার।

https://twitter.com/SumitKK3/status/1606671317457342464?t=WjHrNiIUewkdAn7Ujg1njg&s=19

টাটা নেক্সন ইভি মডেলটিতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি ব্রেক কষার সময় উৎপাদিত শক্তিকে ব্যাটারি অব্দি পৌঁছে দিয়ে রেঞ্জ সামান্য বাড়িয়ে দেয়। টাটার দাবি, নেক্সন ইভি সম্পূর্ণ চার্জে পরিপুষ্ট অবস্থায় ৩১২ কিমি পথ পাড়ি দিতে পারে। তবে বাস্তবিক ক্ষেত্রে রেঞ্জ মোটামুটি ভাবে ২৩০-২৫০ কিমি।

Tata Nexon EV-তে রয়েছে ফাস্ট চার্জিং অপশন। ফাস্ট ডিসি চার্জার দিয়ে মাত্র এক ঘন্টায় গাড়িটির ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। তাছাড়াও এই গাড়িটির সঙ্গে রয়েছে iRA কানেক্টেড কার প্রযুক্তি, যা ৩৫ ধরনের সংযোগকারী সুবিধা প্রদান করে।

Show Full Article
Next Story