আতশবাজি পুড়ছে চারিদিকে, দীপাবলির রাতে গাড়ি চালানোর সময় মানতেই হবে যে পাঁচ টিপস

আজ দীপাবলীর রাত। চারিদিকে আলোর রোশনাই। সমগ্র দেশ মাতোয়ারা এই উৎসব নিয়ে। কোথাও আলোর ঝলকানি, তো কোথাও বাজির রমরমা। যে...
techgup 24 Oct 2022 8:33 PM IST

আজ দীপাবলীর রাত। চারিদিকে আলোর রোশনাই। সমগ্র দেশ মাতোয়ারা এই উৎসব নিয়ে। কোথাও আলোর ঝলকানি, তো কোথাও বাজির রমরমা। যে কোনো সময়ের মতোই বিশেষ এই সময়টিতেও রাস্তায় গাড়িচালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর প্রয়োজন হয়। কারণ এই সময়ে রিস্ক ফ্যাক্টর কয়েক গুণ বেশি আকার ধারণ করে। তবে নিম্নলিখিত এই টিপসগুলি গাড়ি চালানোর সময় মাথায় রাখলে এই আলোর উৎসবে বিন্দুমাত্র ক্ষতির কবলে পড়বে না আপনার শখের গাড়িটি।

গাড়ির জানলার কাঁচ বন্ধ রাখা

মনে রাখবেন বিভিন্ন ধরনের আতশবাজির আকার ও আয়তন আলাদা ধরনের হয়। অনেক সময় ছোট আকারের আতশবাজি চোখে ধরা না পড়লেও নিমেষের মধ্যে তা ঢুকে পড়তে পারে গাড়ির কেবিনে। এমন পরিস্থিতিতে পড়ার আগেই সাবধান হওয়াটা বুদ্ধিমানের কাজ। তাই এই সময়টি গাড়ির কাঁচ সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রাখুন। এমনকি নিভে যাওয়া আতশবাজির থেকে উড়ে আসা ছাই ও ধোঁয়াও কলুষিত করতে পারে গাড়ির অন্তরভাগকে।

এসি বন্ধ রাখা

ধরুন আপনি এমন কোন এলাকা দিয়ে গাড়ি চালাচ্ছেন যেখানে আতশবাজি ধোঁয়ায় চারিদিক পূর্ণ। এই অবস্থায় অবশ্যই সাময়িক সময়ের জন্য বন্ধ রাখুন আপনার গাড়ির এসি। আতশবাজি ধোঁয়ার মধ্যে থাকা ক্ষতিকারক ও রাসায়নিক গ্যাসগুলি মানুষের জন্য ভয়ংকর ক্ষতিকারক। যদিও আধুনিক গাড়িগুলির এসিতে ধোঁয়া প্রতিরোধী ফিল্টার ব্যবহার করা হয়। তবুও সাবধানতা অবলম্বন করে গাড়ির এসি কিছুক্ষণ বন্ধ রাখাই শ্রেয়।

পাশ দিয়ে গাড়ি চালান, উপর দিয়ে নয়

রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় যদি দেখেন সামনেই একটি আতশবাজিকে জ্বালানো হয়েছে, তবে অবশ্যই সেই জ্বলন্ত আতশবাজির উপর দিয়ে গাড়ি চালানোর কথা দুঃস্বপ্নেও ভাববেন না। মনে রাখবেন প্রত্যেকটি গাড়ির তলদেশে রয়েছে নানা রকম তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যা সহজেই আগুন ধরে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার গাড়িকে। এমন পরিস্থিতিতে সেই বাজিকে এড়িয়ে চালানোই একান্ত কর্তব্য।

অন্যকে সতর্ক করা

রাস্তার মধ্যে যদি কাউকে দেখেন যিনি কোনো আতশবাজিতে অগ্নিসংযোগের জন্য তৈরি হচ্ছেন এবং আপনার হাতে অপেক্ষা করার মতো সময় নেই, তবে অবশ্যই পর্যাপ্ত হর্নের শব্দ এবং হেডলাইট ফ্ল্যাশের সাহায্যে তাদের দৃষ্টি আকর্ষণ করুন। আপনি যে দ্রুতগতিতে সেই জায়গাটি অতিক্রম করতে চান তার সিগনাল ওই মানুষগুলিকে সঠিকভাবে দেওয়া প্রয়োজন।

আস্তে গাড়ি চালান

পরিশেষে এটাই বলব বিশেষ এই দিনটিতে খানিক স্লথ গতিতে গাড়ি চালানোই শ্রেয়। এর ফলে রাস্তার চারিপাশ সঠিকভাবে পর্যবেক্ষণ সহিত এগুলো সম্ভব। এছাড়াও এই সময় আতশবাজিতে অগ্নি সংযোগ করে রাস্তা দিয়ে ছোটাছুটি করা মানুষদের সুরক্ষার্থেও গাড়ি আস্তে চালানো জরুরী। এতে করে আচমকাই গাড়ি থামাতে যথেষ্ট সুবিধা হয়।

Show Full Article
Next Story