এক চার্জে যায় 857 কিমি, দেড় কোটির Mercedes ইলেকট্রিক গাড়ির প্রথম ক্রেতা গুজরাতি দম্পতি

কথায় আছে শখের দাম লাখ টাকা! তবে সেই শখ পূরণ করতে লাখ নয়, কোটির টাকারও বেশি খরচ করলেন গুজরাতি চিকিৎসক দম্পতি। কিনলেন বিলাসবহুল জার্মান ব্র্যান্ড…

কথায় আছে শখের দাম লাখ টাকা! তবে সেই শখ পূরণ করতে লাখ নয়, কোটির টাকারও বেশি খরচ করলেন গুজরাতি চিকিৎসক দম্পতি। কিনলেন বিলাসবহুল জার্মান ব্র্যান্ড মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz) এর ইলেকট্রিক গাড়ি EQS 580 4MATIC। ভারতে তারাই প্রথম ক্রেতা। এদেশে গাড়িটির দাম ১.৫৫ কোটি টাকা (এক্স-শোরুম)। আবার Mercedes Benz EQS 580 4MATIC হল ভারতের সর্বাধিক রেঞ্জের ব্যাটারি পরিচালিত গাড়ি।

Mercedes Benz EQS 580 4MATIC সম্পূর্ণ চার্জে ৮৫৭ কিমি পথ চলতে সক্ষম। ফলে রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা এর কাছে হাসির খোরাকই বটে। তবে বাস্তবের মাটিতে গাড়িটির রেঞ্জ দাঁড়ায় ৬০০ কিমিতে। এটিও প্রশংসা পাওয়ার যথেষ্ট দাবি রাখে। তবে এই শেষ নয়, এর ব্যাটারিটি ফাস্ট চার্জারে ১৫ মিনিটের চার্জে ৩০০ কিমি পথ অতিক্রম করার শক্তি অর্জন করে। যা এই গাড়িটিতে ভারতের সবচেয়ে বেশি বাস্তব ধর্মী বৈদ্যুতিক গাড়িতে পরিণত করেছে।

EQS 580 4MATIC-এ রয়েছে একটি ১০৭.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ভারতের বাজারে বিক্রিত ইলেকট্রিক গাড়ির মধ্যে বৃহত্তম বলা যেতে পারে। এতে দুটি ইলেকট্রিক মোটর রয়েছে। যেগুলি দুই অ্যাক্সেলে অবস্থিত। অল হুইল ড্রাইভ ফাংশনালিটি যুক্ত ইলেকট্রিক মোটর থেকে ৫২৩ বিএইচপি শক্তি এবং ৮৫৬ এমএম টর্ক উৎপন্ন হয়।

২১০ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত Mercedes Benz EQS 580 4MATIC ঘন্টা প্রতি ০-১০০ কিমি গতিবেগ মাত্র ৪.২ সেকেন্ডে তুলতে সক্ষম। গাড়িটি এদেশে সংস্থার পুণের চাকানের কারখানায় অ্যাসেম্বল করা হয়। মার্সিডির এটি প্রথম গাড়ি, যা ভারতের মাটিতে অ্যাসেম্বল করা হচ্ছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী চাকানের কারখানায় Mercedes Benz EQS 580 4MATIC উদ্বোধন করেছেন।