Ducati MG-20: দেড় লাখের কমে ডুকাটির ই-বাইক লঞ্চ হল, ভাঁজ করে টেবিলের নীচেও রাখা যাবে

প্রখ্যাত ইতালিয়ান বাইক নির্মাতা ডুকাটি (Ducati) তাদের এক নতুন ফোল্ডিং ইলেকট্রিক বাইসাইকেল উন্মোচিত করেছে। যার নাম...
SUMAN 31 May 2022 2:32 PM IST

প্রখ্যাত ইতালিয়ান বাইক নির্মাতা ডুকাটি (Ducati) তাদের এক নতুন ফোল্ডিং ইলেকট্রিক বাইসাইকেল উন্মোচিত করেছে। যার নাম Ducati MG-20। দ্বিচক্রযান হিসেবে মানুষের দীর্ঘদিনের পথ চলার সঙ্গী বাইসাইকেল যথেষ্ট সমাদর পেয়েছে। তাই স্টার্টআপগুলির পাশাপাশি নামজাদা সংস্থাগুলিকেও ব্যাটারিযুক্ত চমকপ্রদ ডিজাইনের বৈদ্যুতিক সাইকেল আনতে দেখা যাচ্ছে। শহরের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত বৈদ্যুতিক সাইকেলটির বিষয়ে ডুকাটির দাবি এটি ওজনে ভীষণ হালকা এবং ভাঁজ করার পর একদম ছোট হয়ে যায়। যে কারণে ব্যক্তিগত অথবা গণপরিবহনে সাইকেলটি বহন করা বাঁ হাতের খেল।

Ducati MG-20 ফিচার্স ও ডিজাইন

ডুকাটি এমজি-২০ এর প্যাডেলের সাথে যুক্ত রয়েছে একটি ইলেকট্রিক মোটর। স্পোর্টি ডিজাইনের এই ই-সাইকেলে একটি এলইডি হেডলাইট এবং এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকছে। ম্যাগনেসিয়াম ফ্রেম দিয়ে তৈরি সাইকেলটিতে উপস্থিত অ্যালুমিনিয়ামের একটি ফোল্ডেবল হ্যান্ডেল বার, এবং রাইডারের জন্য উপযুক্ত একটি স্যাডেল। ডিজাইনের বিষয়ে বললে এতে ডুয়েল টোন ব্ল্যাক এবং রেড পেইন্টওয়ার্কের উপর লেখা ‘DUCATI’ শোভা বাড়িয়েছে। এর ২০ ইঞ্চি ম্যাগনেসিয়াম হুইল ফোল্ডিং প্রযুক্তি সমৃদ্ধ।

Ducati MG-20 মোটর, ব্যাটারি ও রেঞ্জ

ডুকাটি এমজি-২০ এর ভেতরে একটি ৩৭৮ ওয়াট আওয়ার স্যামসাং ব্যাটারি প্যাক এবং ২৫০ ওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এর পাওয়ারট্রেন রাইডারকে প্যাডেল অ্যাসিস্ট্যান্স অফার করবে। সম্পূর্ণ ইলেকট্রিক মোডে সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। সংস্থার দাবি চার্জ ফুল থাকলে ৫০ কিমি পথ অতিক্রম করতে পারবে এটি।

Ducati MG-20 হার্ডওয়্যার ও লভ্যতা

চালককে সুরক্ষা দিতে ফোল্ডিং ই-বাইকটির দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। পিছনের চাকায় দেওয়া হয়েছে শিমানোর সিস্ক-স্পিড গিয়ার। সাসপেনশনের দায়িত্ব সামলাবে ফ্রন্টে ম্যাগনেসিয়াম ফর্ক এবং রিয়ারে শক অ্যাবজর্ভার। আমেরিকার বাজারে এর দাম ১,৬৬৩ ডলার। ভারতীয় মুদ্রার হিসেবে যা প্রায় ১.২৮ লক্ষ টাকা। তবে এদেশের মাটিতে সাইকেলটি লঞ্চ করার বিষয়ে কোনো ঘোষণা করেনি ডুকাটি। ভবিষ্যতে কখনও লঞ্চ হলে এর দাম যে আরও কম রাখতে হবে তা বলাই বাহুল্য।

Show Full Article
Next Story