Ducati Multistrada V4 RS: ফর্চুনার গাড়ির থেকেও দামি! ভারতে এল ডুকাটির দুর্ধর্ষ বাইক

Ducati ভারতে তাদের অন্যতম পাওয়ারফুল বাইক লঞ্চ করেছে, যার নাম Multistarda V4 RS। এটি Multistarda V4 রেঞ্জের স্পোর্টি ভার্সন। এই ট্যুরিং মোটরসাইকেলটির দাম 38.40 লক্ষ…

Ducati Multistrada V4 Rs Launched In India Priced At Rs 38 4 Lakh

Ducati ভারতে তাদের অন্যতম পাওয়ারফুল বাইক লঞ্চ করেছে, যার নাম Multistarda V4 RS। এটি Multistarda V4 রেঞ্জের স্পোর্টি ভার্সন। এই ট্যুরিং মোটরসাইকেলটির দাম 38.40 লক্ষ (এক্স-শোরুম) টাকা রাখা হয়েছে। যেখানে একটি টয়োটা ফর্চুনার কিনতেই খরচ পড়ে 33.43 লক্ষ টাকা। আল্ট্রা প্রিমিয়াম মডেল হওয়ার কারণে ডুকাটির নতুন বাইকে তাক লাগানো ফিচার্স ও স্পেসিফিকেশন বর্তমান।

Ducati Multistarda V4 RS পাওয়ারফুল 1,103 সিসি Desmosedici Stradle V4 ইঞ্জিনের সঙ্গে এসেছে, যা 12,250 আরপিএম গতিতে 180 হর্সপাওয়ার ও 9,500 আরপিএমে 118 এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটিতে আর্কাপোভিক এগজস্ট সিস্টেম দেওয়া হয়েছে। সামনে ও পিছনে 17 ইঞ্চি Marchesini ফোর্জড অ্যালুমিনিয়াম হুইল থাকছে।

Multistarda V4 RS অত্যাধুনিক সব ফিচার্স অফার করে। এতে চারটি পাওয়ার মোড (ফুল, হাই, মিডিয়াম, লো), ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ও হুইলি কন্ট্রোল রয়েছে। একইসাথে ম্যাক্সিমাম পারফরম্যান্সের জন্য মিলবে ফুল পাওয়ার মোড। রেস, স্পোর্ট, ট্যুরিং, ও আর্বান মোড বেছে নিতে পারবেন রাইডার।

এই মোটরসাইকেলে অ্যালুমিনিয়াম মনোকক চ্যাসিস এবং ফ্রন্ট-রিয়ারে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল Ohlins সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিং ডিউটি সামলাবে Brembo Stylema ক্যালিপার সহ টুইন 330 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও ব্রেম্বো টু-পিস্টন ক্যালিপার সহ 265 মিমি সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক। ডুকাটি ইতিমধ্যেই বুকিং শুরু করে দিয়েছে এবং শীঘ্রই ডেলিভারি শুরু হবে বলে আশা করা যায়।।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন