নজরকাড়া ডিজাইনের Scrambler বাইক লঞ্চ করল Ducati, ইঞ্জিন অত্যন্ত পাওয়ারফুল

আগাম ঘোষণা ছাড়াই সারপ্রাইজের সাথে ভারতে নজরকাড়া ডিজাইনের স্ক্রাম্বলার বাইক লঞ্চ করল ইতালির প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা...
techgup 28 Jun 2022 8:07 PM IST

আগাম ঘোষণা ছাড়াই সারপ্রাইজের সাথে ভারতে নজরকাড়া ডিজাইনের স্ক্রাম্বলার বাইক লঞ্চ করল ইতালির প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা ডুকাটি (Ducati)। দিনক্ষণ ঘোষণা না হলেও কয়েক দিন আগে ডুকাটি সোশ্যাল মিডিয়ায় আলো-আঁধারিতে থাকা একটি বাইকের ছবি প্রকাশ করেছিল। সেটি যে Ducati Scrambler Urban Motard তা বুঝতে অবশ্য বাকি ছিল না‌‌। আন্তর্জাতিক বাজারের পর আজ ভারতেও পা রাখল বাইকটি।

এ দেশে Ducati Scrambler Urban Motard-এর দাম রাখা হয়েছে ১১ লাখ ৪৯ হাজার টাকা। স্টাইলিংয়ের নিরিখে Scrambler Icon-এর সাথে সাদৃশ্য থাকা এই মডেলটি ডুয়াল টোন পেইন্ট স্কিম পেয়েছে - স্টার সিল্ক হোয়াইট-সহ ডুকাটি জিপি'১৯ রেড গ্রাফিক্স। Scrambler সিরিজের অন্যান্য মডেলের সাথে আলাদা করতে এর সামনের ফেন্ডার কিছুটা উঁচুতে রাখা হয়েছে।

এছাড়া, ডুকাটি স্ক্রাম্বলার আরবান মোটার্ড -এ সিঙ্গেল সাইড মাউন্টেড নম্বর প্লেট দেখা যাবে। ফুয়েল ট্যাংক ও সাইড প্যানেলের উপর কাস্টমাইজ করা গ্রাফিক্স রয়েছে। এতে  ৮০৩ সিসির শক্তিশালী এল টুইন ডেসমোড্রমিক এয়ার কুল্ড ইঞ্জিন আছে। যা ৮,২৫০ আরপিএমে সর্বোচ্চ ৭৩ বিএইচপি ক্ষমতা ও ৫,৭৫০ আরপিএম গতিতে ৬৬.২ এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটিতে গিয়ারের সংখ্যা ছয়। এর সঙ্গে হাইড্রোলিক স্লিপার ক্ল্যাচ এবং সেল্ফ-সার্ভো ওয়েট মাল্টি-প্লেট ক্ল্যাচ আছে।

ডুকাটি স্ক্রাম্বলার আরবান মোটার্ড-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে এলইডি লাইটিং সেটআপ, ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ছোট্ট আন্ডারসিট স্টোরেজ, স্মার্টফোন চার্জিং পোর্ট, ডুয়েল চ্যানেল এবিএস, ৪১ মিমি ইউএসডি ফর্ক, প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্ভার, ৩৩০ মিমি ফ্রন্ট ডিস্ক ও ২৪৫ মিমি রিয়ার ডিস্ক ব্রেকের কথা বলতেই হয়।

Show Full Article
Next Story