Ducati Scrambler Urban Motard শীঘ্রই লঞ্চ হবে ভারতে, টিজার প্রকাশ
ডুকাটি ইন্ডিয়া খুব শীঘ্রই এদেশে স্ক্রাম্বলার আরবান মোটার্ড (Scrambler Urban Motard) লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর...ডুকাটি ইন্ডিয়া খুব শীঘ্রই এদেশে স্ক্রাম্বলার আরবান মোটার্ড (Scrambler Urban Motard) লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। নির্দিষ্ট কিছু ডিলারের কাছে আনঅফিশিয়ালী প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে ৪ টি আলাদা ভেরিয়েন্টে এটি আত্মপ্রকাশ করবে।
ডুকাটি স্ক্রাম্বলার আরবান মোটার্ড- এর বড় ভার্শন ১১০০ Tribute Pro আন্তর্জাতিক বাজারে গত বছরই মুক্তি পেয়েছে। তাতে স্টার সিল্ক হোয়াইট এবং ডুকাটি জিপি '১৯ রেড গ্রাফিক্স- এর সংমিশ্রণে গ্রাফিটি পেইন্ট জব দেখে গেছে। Tribute Pro তে দাওয়া হয়েছে ১০৭৯ সিসির এল টুইন ডেসমোড্রামিক ইঞ্জিন, তবে এর আপকামিং আরবান মোটার্ড- এ থাকছে এর ছোট এন্ট্রি লেভেলের ৮০৩ সিসির ইঞ্জিন। সূত্রের দাবি ইতালি এই সংস্থাটি আন্তর্জাতিক ভার্সনের সবরকম স্পেসিফিকেশন এই নতুন বাইকটিতেও আনতে পারে।
নতুন আপকামিং ডুকাটি স্ক্রাম্বলার আরবান মোটার্ড -এর ইঞ্জিনটি সর্বোচ্চ ৮২৫০ আরপিএমে ৭৩ এইচপি শক্তি ও ৫৭৫০ আরপিএমে ৬৬.২ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিন ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত ও এতে রয়েছে হাইড্রোলিক দ্বারা নিয়ন্ত্রিত সেলফ সার্ভো ওয়েট মাল্টি প্লেট ক্লাচ। বাইকে ট্রেইলস কোম্পানির স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনের চাকা রয়েছে কায়াবা কোম্পানির ইউএসডি ফর্ক আর পেছনে রয়েছে প্রিলোডেড মনোশক সাসপেনশন।
ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে কর্নারিং এবিএস। সামনে ৩৩০ মিমি ও পিছনে ২৪৫ মিমি ডিস্ক দেওয়া হয়েছে। ১৭ ইঞ্চির স্পোক যুক্ত চাকার সামনে রয়েছে ১২০ সেকশনের Pirelli Diablo Rosso lll টায়ার ও পিছনে রয়েছে ১৮০ সেকশনের Albeit টায়ার। বাইকটির ওজন খানিকটা বেশির দিকেই, ১৯৬ কেজি। আর সিট হাইট ৮০৫ মিমি, যা ওজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ডুকাটির তরফ থেকে প্রচুর ধরনের ইকুইপমেন্ট অফার করা হচ্ছে। তার মধ্যে রয়েছে ইন্টারচেঞ্জএবেল অ্যালুমিনিয়াম সাইড প্যানেল যুক্ত স্টিলের ফুয়েল ট্যাংক, এলইডি হেডলাইট, টেল লাইট, সাইড ইন্ডিকেটর, গিয়ার পজিশান ও ফুয়েল লেভেল দেখা যায় এমন এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আন্ডার সিট স্টোরেজ, ইউএসবি সকেট যুক্ত কম্পার্টমেন্ট ইত্যাদি। এছাড়াও স্ক্রাম্বলার আরবান মোটার্ড -এ দেওয়া হয়েছে লো ভেরিএবেল অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার, কাস্টমাইজ করা ফ্ল্যাট সিট, উঁচু সামনের মাডগার্ড, সাইড নাম্বার প্লেট এবং ট্যাংক ও সাইড প্যানেলের উপর কাস্টমাইজ করা গ্রাফিক্স।
বাইকটির সম্ভাব্য এক্স শোরুম প্রাইস মোটামুটি ভাবে ১০ লাখ টাকার আশেপাশে হবে। ভারতে লঞ্চ হওয়ার পর এর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Triumph Street Scrambler, BMW R nineT Scrambler, Harley Davidson Sportster S ।