দশ মিনিটের চার্জে যাবে একশো কিমি, ভারতে অত্যাধুনিক ব্যাটারি-সহ ইলেকট্রিক ট্রাইক লঞ্চ করবে ebikego
অধুনা প্রযুক্তির যুগে ভেলোসিপেডো (Velocipedo) নামটি অনেকের কাছেই নতুন। ইউরোপের বাজারে যা ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে।...অধুনা প্রযুক্তির যুগে ভেলোসিপেডো (Velocipedo) নামটি অনেকের কাছেই নতুন। ইউরোপের বাজারে যা ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে। এটি হল তিন চাকার বৈদ্যুতিক গাড়ি। মাথার ওপর রয়েছে ছাদ। তবে আসন সংখ্যা দু’টি। ভারতের বাজারে এখনও পর্যন্ত এই জাতীয় স্মার্ট ইলেকট্রিক ট্রাইকের তেমন চল নেই। তবে এবার ভারতীয় স্টার্টআপ ইবাইকগো (eBikeGo) দেশের বাজারে ভেলোসিপেডো ইলেকট্রিক ট্রাইক আনতে চলেছে। যা লগ৯ ম্যাটেরিয়ালস (Log9 Materials)-এর ব্যাটারি সহ আসবে। এটি মাত্র ১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি সংস্থার। এই প্রেক্ষিতে লগ৯-এর সাথে হাত মিলিয়েছে ইবাইকগো।
সংস্থাটি জানিয়েছে, ইউরোপে ডিজাইন হওয়া তিন চাকার ট্রাইকটি শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত। Tarrot-এর এই বিদ্যুৎচালিত ট্রাইক এ দেশে ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিংয়ের স্বত্ব তাদের হাতে। গাড়ির মতোই আরাম ও নিরাপত্তা মিলবে এতে। আবার গাড়ির তুলনায় অল্প জায়গা নেবে। যাত্রী ছাড়াও পণ্যবাহী কার্গো ভার্সনেও আসবে এটি। ২০২৩ থেকে উৎপাদন শুরু হতে চলেছে। সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ৯৫ কিমি। ব্যাটারি ফুল চার্জড থাকলে ১০০ কিমি চালানো যাবে। রিজেনারেটিভ ব্রেকিংয়ের কারণে ১০-২০% বেশি রেঞ্জ পেতে সহায়তা করবে।
ভেলোসিপেডো-কার্গোর ওজন হবে ১৫৫ কেজি। যেখানে কেবল চালকের বসার জায়গা রয়েছে। পেছনের অংশ মালপত্র রাখতে ব্যবহৃত হবে। এর ভারোত্তোলন ক্ষমতা ১০০ কেজি। এই প্রসঙ্গে ইবাইকগো-র কর্ণধার ইরফান খান বলেন, “আমরা লগ৯ ম্যাটেরিয়ালসের সাথে জোট বাঁধতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের লক্ষ্য সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ভেলোসিপেডো বাজারে নিয়ে আসা। চার্জের জন্য সময় কম লাগার কারণে এতে ডেলিভারি বেশি দেওয়া যাবে।”
অন্যদিকে, লগ৯ ম্যাটেরিয়ালসের সহ-প্রতিষ্ঠাতা কার্তিক হাজেলা বলেন, “ইবাইকগো-র সাথে হাত মেলাতে পেরে আমরা রোমাঞ্চিত। এর ফলে দেশের পাশাপাশি বিদেশের বাজারেও আমাদের পণ্য রপ্তানি করা হবে। আমরা আশাবাদী যে সর্বাধুনিক ব্যাটারি প্রযুক্তির ভেলোসিপেডো বাজারে আনতে পারব। ইবাইকগো ভবিষ্যতে নিজেদের জন্য একটি প্রভাবশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”