Electric Vehicle vs Petrol Car

ইলেকট্রিক নাকি পেট্রল গাড়ি, কোনটা নিলে আপনার বেশি লাভ? জানলে চোখ খুলে যাবে

কারও পছন্দ পেট্রল চালিত গাড়ি, আবার কারও ইভি। এই মুহূর্তে বাজারে ১০ লাখ টাকা বাজেটের মধ্যে সেরা ইভি Tata Tiago EV। এই গাড়ি ও পেট্রল চালিত Hyundai i20 এর মধ্যে কোনটা ভালো, তুলনা দেখুন।

Suvrodeep Chakraborty 16 Dec 2024 1:23 PM IST

পরিধি বাড়ছে দেশের গাড়ির বাজারের। চিন, আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য ইলেকট্রিক গাড়ির সংখ্যা আরও বাড়াতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, খরচ, মেইনটেনেন্স, চার্জিং ও ফিচার্সের নিরিখে পেট্রল নাকি ইলেকট্রিক গাড়ি, কোনটা ভালো হতে পারে? এই প্রতিবেদনে ১০ লাখ বাজেটের মধ্যে সেরা ইভি Tata Tiago এবং Hyundai i20 পেট্রল গাড়ির তুলনা আলোচনা করা হল।

পারফরম্যান্স

Hyundai i20-তে রয়েছে ইন্টেলিজেন্ট ভেরিয়েবল ট্রান্সমিশন (IVT)-সহ একটি বিশ্বস্ত ১.২ লিটার কাপ্পা পেট্রোল ইঞ্জিন। যা ম্যানুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে সর্বোচ্চ ৮৬.৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটি শহরের মধ্যে এবং হাইওয়ে ক্রুজিংয়ের জন্য উপযুক্ত। i20 এর ড্রাইভ মোডগুলি হল নরমাল এবং স্পোর্ট। যেখানে চালকরা তাদের ড্রাইভের অভিজ্ঞতা বেছে নিতে পারবেন।

অন্যদিকে, জিপট্রন প্রযুক্তি দ্বারা চালিত অল-ইলেকট্রিক ড্রাইভট্রেন সিস্টেম রয়েছে Tata Tiago EV গাড়িতে। এতে দুটি ব্যাটারি প্যাক বিকল্প রয়েছে: ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং ২৪ কিলোওয়াট আওয়ার। পাওয়ার আউটপুট যথাক্রমে : ৪৫ কিলোওয়াট এবং ৫৫ কিলোওয়াট। গাড়িটি ৫.৭ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে। ফুল চার্জে এটির রেঞ্জ ৩১৫ কিলোমিটার।

ফুয়েলিং ও চার্জিং

i20-এর পেট্রোল ইঞ্জিন ৩৭ লিটার ফুয়েল ট্যাঙ্কের সাথে আসে। যা চালকদের যে কোনও জায়গায় দ্রুত রিফুয়েলিং করার সুবিধা প্রদান করে। যারা প্রায়শই লং ট্রিপে যান বা সীমিত ইভি চার্জিং পরিকাঠামো-সহ এলাকায় বসবাস করেন তাদের জন্য এটি উপযুক্ত। অপরদিকে, টিয়াগো ইভি ৭.২ কিলোওয়াট এসি হোম চার্জার, একটি ১৫ অ্যাম্পিয়ার পোর্টেবল চার্জার এবং ডিসি ফাস্ট চার্জিংয়ের সাথে আসে। ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় নেয় ১ ঘণ্টার কম।

দাম ও খরচ

Tata Tiago EV এর দাম ৭.৯৯ লাখ থেকে ১১.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, Hyundai i20 এর দাম ৭.০৪ লাখ টাকা থেকে শুরু হয়ে ১১.২১ লাখ টাকা (এক্স-শোরুম)। হুন্ডাইয়ের গাড়িটি ৫৫০ কিমি যেতে যেখানে ৩৭০০ টাকার মতো তেল খরচ করবে, সেখানে টিয়াগো ইভি একই দূরত্ব ১০০০ টাকার বিদ্যুত খরচে অতিক্রম করবে।

Show Full Article
Next Story