Emotorad ইলেকট্রিক সাইকেল দিচ্ছে 15,000 টাকা ছাড়ে, অফার শুধু প্রথম 1,000 ক্রেতার জন্য

পরিবেশ দূষণের হাতে 'হাতকড়া' পরাতে বদ্ধপরিকর কেজরিওয়াল সরকার। রাজধানিতে কালো ধোঁয়ার পরিমাণ কমাতে হালে বৈদ্যুতিক গাড়ি...
techgup 13 July 2022 1:05 PM IST

পরিবেশ দূষণের হাতে 'হাতকড়া' পরাতে বদ্ধপরিকর কেজরিওয়াল সরকার। রাজধানিতে কালো ধোঁয়ার পরিমাণ কমাতে হালে বৈদ্যুতিক গাড়ি নীতির আওতার ব্যাটারি পরিচালিত সাইকেল অর্ন্তভুক্ত করেছে দিল্লি প্রশাসন। এদের ব্যবহার বাড়াতে চালু করা হয়েছে ভর্তুকি। প্রথম ১০,০০০ জন ক্রেতা এবার থেকে ডিসকাউন্টে ই-সাইকেল বাড়ি নিয়ে আসার সুবিধা পাবেন।

সরাসরি সরকার আর্থিক সাহায্য করায় বৈদ্যুতিক দ্বিচক্রযানের দাম কমাতে শুরু করেছে নির্মাতারা। দিল্লিতে ইতিমধ্যেই সস্তা হয়েছে Hero Lectro এর নানা মডেল। এবার প্রশাসনের থেকে অনুমোদন পাওয়ার পর Emotorad তাদের প্রিমিয়াম ইলেকট্রিক সাইকেলের দাম কমিয়েছে।

EMX ও Trex মডেলের ই-বাইকের উপর যথাক্রমে ৫,০০০ টাকা ও ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড় দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। দিল্লি সরকারের ভর্তুকির অধীনে আসায় Emotorad এর EMX ও Trex-সহ ব্যক্তিগত ব্যবহারের জন্য ই-সাইকেলে ৫,৫০০ টাকা ভর্তুকি এবং ২,০০০ টাকা (প্রথম ১,০০০ ক্রেতার জন্য) স্পেশ্যাল বেনিফিট উপলব্ধ হবে। আবার মালপত্র বহনের জন্য Doodle কার্গো ই-বাইকে ১৫,০০০ টাকা ছাড় মিলবে। এ ক্ষেত্রেও প্রথম ১,০০০ ক্রেতাই এই ছাড়ের সুবিধা পাবেন।

Emotorad সংস্থার সিইও কুনাল গুপ্তা জানান, "এই ধরনের নীতি যথেষ্ট প্রশংসনীয় এবং এর ফলে অন্যান্য রাজ্যগুলিও অনুপ্রাণিত হবে। একদিকে যেমন বিভিন্ন ইলেকট্রিক সাইকেল সংস্থাগুলি তাদের প্রোডাক্টকে যত বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তার চেষ্টা করছে, ঠিক তেমনি এই ধরনের ইনসেন্টিভ দেশে বৈদ্যুতিক যানবাহনের চলাচল বৃদ্ধি করবে৷ বিশেষ করে ইলেকট্রিক সাইকেলের দামকে সাধারণের হাতের নাগালে নিয়ে আসবে।"

Show Full Article
Next Story