Electric Scooter: এক চার্জেই নিয়ে যাবে দীঘা, সত্যিই! মাত্র 1.05 লাখে লঞ্চ হল দুর্ধর্ষ ই-স্কুটার

সাম্প্রতিককালে বেশ কিছু স্টার্টআপ সংস্থার হাত ধরে দেশের বাজারে এসেছে দারুণ সব ইলেকট্রিক বাইক ও স্কুটার। আজ তাদেরই মতো মধ্যপ্রদেশে বেড়ে ওঠা এক ইলেকট্রিক ভেহিকেল…

সাম্প্রতিককালে বেশ কিছু স্টার্টআপ সংস্থার হাত ধরে দেশের বাজারে এসেছে দারুণ সব ইলেকট্রিক বাইক ও স্কুটার। আজ তাদেরই মতো মধ্যপ্রদেশে বেড়ে ওঠা এক ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা Enigma Automobiles ভারত লঞ্চ করল নতুন ই-স্কূটার মডেল- Ambier N8। যার দাম ১.০৫ লাখ টাকা থেকে ১.১০ লাখ টাকা (এক্স শোরুম) পর্যন্ত রাখা হয়েছে। Enigma Ambier N8 এর সবচেয়ে বড় হাইলাইট হল মাইলেজ। সংস্থার দাবি, এটি এক চার্জে প্রায় ২০০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতে পারবে। অর্থাৎ এক চার্জেই কলকাতা টু দীঘা। এই প্রাইস রেঞ্জে যা সত্যিই শুনতে অবিশ্বায্য। এর ব্যাটারি ২-৪ ঘন্টাতেই সম্পূর্ণ চার্জ করা যাবে বলে জানিয়েছে এনিগমা। উৎসাহী গ্রাহকরা Ambier N8 মডেলটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বুক করতে পারবেন। তার আগে এক ঝলকে দেখে নিন বৈদ্যুতিক দু’চাকা গাড়িটির খুঁটিনাটি।

Enigma Ambier N8: স্পেসিফিকেশন ও ডাইমেনশন

প্রথমেই জানিয়ে রাখি Ambier N8 একটি উচ্চগতি সম্পন্ন ইলেকট্রিক স্কুটার। এরমধ্যে এগিয়ে চলার শক্তি সরবরাহ করে ১৫০০ ওয়াটের BLDC মোটর। সর্বোচ্চ গতিবেগ ঘন্টার প্রতি ৪৫ থেকে ৫০ কিমি। স্কুটারটির মধ্যে শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ৬৩ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক। যার দৌলতে চার্জে পরিপুষ্ট অবস্থায় ২০০ কিমি পর্যন্ত রাস্তা একটানা চলা সম্ভব।

এনিগমার তরফে জানানো হয়েছে ব্যাটারিটি পুরোপুরি চার্জ করতে সময় লাগে দুই থেকে চার ঘন্টা এবার ডাইমেনশনে নজর দিলে দেখা যাবে ১২৯০ মিমি লম্বা হুইলবেসের উপর তৈরি করা হয়েছে Ambier N8। বুটের আয়তন ২৬ লিটার। সর্বোচ্চ ২০০ কেজি পর্যন্ত ওজন সহযোগে চলার ক্ষমতা রয়েছে স্কুটারটির।

Enigma Ambier N8: ফিচার ও কালার অপশন

আজকালকার দিনের অত্যাধুনিক স্কুটারের মত Ambier N8 তেও রয়েছে সংযুক্তিকরণ বৈশিষ্ট্য। Enigma On Connect অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের সঙ্গে এটি সংযুক্ত করা যাবে। সাসপেনশনের দায়িত্ব সামলানোর জন্য স্কুটারটির সামনের দিকে রয়েছে ১৩০ মিমি চওড়া টেলিস্কোপিক ফর্ক ও পিছনের দিকে স্প্রিং সাসপেনশন। গ্রাহকদের পছন্দকে সম্মান দিয়ে মোট পাঁচটি রঙে উপলব্ধ Ambier N8। এগুলি হল- গ্রে, হোয়াইট, ব্লু, ম্যাট ব্ল্যাক এবং সিলভার।

এনিগমা অটোমোবাইলস এর সহকারী প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর আনমোল বোহরে লঞ্চ প্রসঙ্গে বলেন, “ব্যাটারিচালিত যানবাহনের দুনিয়ায় ব্যাটারি রেঞ্জ নিয়ে যে দুশ্চিন্তার বিষয়টি কাজ করে সেই ভাবনা থেকে Ambier N8 মডেলটি তৈরি করেছি আমরা। একবার চার্জ দিয়েই এই স্কুটারটি নিয়ে ২০০ কিমি রাস্তা চলতে পারা যায় বলে রাইডাররা কোনরকম দুশ্চিন্তা ছাড়াই স্বাধীনভাবে তাদের চারপাশ ঘুরে বেড়াতে পারবেন।”