Evtric Motors দুটি দুর্দান্ত মেড-ইন-ইন্ডিয়া ই-স্কুটার লঞ্চ করল, ফুল চার্জে 120 কিমি চলবে

এখন গ্রেটার নয়ডাতে চলছে EV India Expo 2022। ছোট-বড় বিভিন্ন সংস্থা তাদের হরেক রকমের বৈদ্যুতিক যানবাহন দর্শকদের সামনে...
techgup 9 Sept 2022 12:03 AM IST

এখন গ্রেটার নয়ডাতে চলছে EV India Expo 2022। ছোট-বড় বিভিন্ন সংস্থা তাদের হরেক রকমের বৈদ্যুতিক যানবাহন দর্শকদের সামনে আনছে ওই মেলায়। অটো এক্সপোর মঞ্চে এবার পুনের স্টার্টআপ Evtric Motors Ride HS ও Mighty Pro নামে দুই উচ্চ-গতির ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা করেছে। দাম রাখা হয়েছে যথাক্রমে ৮১,৮৩৮ টাকা এবং ৭৯,৫৬৭ টাকা (এক্স শোরুম মূল্য )।

Evtric Ride HS মডেলটির কোয়ালিটি আরও প্রিমিয়াম‌। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিমি। চার্জে পরিপুষ্ট অবস্থায় স্কুটারটি সর্বোচ্চ ১২০ কিমি পথ পাড়ি দিতে পারে। অন্যদিকে Mighty Pro মডেলটির সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিমি/ঘণ্টা। এক চার্জে এটিও ১২০ কিমি রাস্তা চলতে সক্ষম। দুই স্কুটারেই ক্ষেত্রেই ডিস্ক ব্রেক, ১২ ইঞ্চির চাকা পরিবর্তনযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে চার ঘন্টা। উভয় মডেল লাল, সাদা ও গ্রে এই তিন ধরনের কালার অপশনে এসেছে। তবে Ride HS একটি অতিরিক্ত ব্ল্যাক পেইন্ট স্কিম অপশনে উপলব্ধ হবে।

এই দুটি মডেল লঞ্চ করার সাথে সাথেই Evtric Motor এর মোট স্কুটারের সংখ্যা দাঁড়ালো আটটি। মহারাষ্ট্র, গুজরাট ,তামিলনাড়ু ,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, রাজস্থান ,দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ নিয়ে দেশে ২০০টি ডিলারশিপ রয়েছে তাদের। চলতি অর্থবর্ষের মধ্যেই শোরুমের সংখ্যা বাড়িয়ে পাঁচশোয় নিয়ে যাওয়ার লক্ষ্য রাখছে তারা।

এই নতুন দুটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মনোজ পাতিল বলেন, "ভারতবর্ষ ধীরে ধীরে বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক গাড়ির রেভোলিউশনের দিকে হেঁটে চলেছে। এই ক্ষেত্রে দেশীয় সংস্থাগুলি সামনে এগিয়ে এসে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আমরা Evtric Motors এই কাজে ব্রতী হয়ে আরও উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক স্কুটার ভারতীয় গ্রাহকদের উপহার দিয়ে চলেছি। এই EV Expo তে নতুন দুটি মডেল উদ্বোধনের মাধ্যমে আরও বর্ধিত হল আমাদের সার্ভিস নেটওয়ার্ক। এই এক্সপোতে ভারতবর্ষের নামকরা সমস্ত সংস্থা আমাদের এই নতুন প্রোডাক্টের উদ্বোধনের সাক্ষী থাকলো।"

তিনি যোগ করেন, দু'টি বৈদ্যুতিক স্কুটারই মেড ইন ইন্ডিয়া এবং সংস্থার হাতে তৈরি নিজস্ব মজবুত চ্যাসিসের উপর ভিত্তি করে নির্মিত। তাছাড়া স্কুটার থেকে ব্যাটারি খোলা যায় বলে চার্জ দেওয়া আরও সুবিধাজনক হবে ব্যবহারকারীদের কাছে।

Show Full Article
Next Story