ব্যাটারি সেল উৎপাদনেও আত্মনির্ভর হওয়ার পথে ভারত, কর্ণাটকে কারখানা খুলবে কলকাতার সংস্থা Exide

দীর্ঘদিন ধরে ভারতে লেড-অ্যাসিড  ব্যাটারি তৈরিতে বৃহত্তম সংস্থার শিরোপা ধরে রেখেছে কলকাতার সংস্থা এক্সাইড ইন্ডাস্ট্রিজ...
SUMAN 30 July 2022 2:24 PM IST

দীর্ঘদিন ধরে ভারতে লেড-অ্যাসিড  ব্যাটারি তৈরিতে বৃহত্তম সংস্থার শিরোপা ধরে রেখেছে কলকাতার সংস্থা এক্সাইড ইন্ডাস্ট্রিজ (Exide Indistries)। দেশের অসংখ্য মানুষের আজও অতি ভরসার নাম ‘এক্সাইড’। সংস্থাটি এবার লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের জন্য  কর্ণাটকে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়বে বলে ঘোষণা করল। বেঙ্গালুরুতে তাদের ওই কারখানা নির্মিত হবে। প্রসঙ্গত, এতদিন লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের ব্যাটারির জন্য চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এখানকার বৈদ্যুতিক গাড়ি নীর্মাতাদের। কিন্তু সেগুলি ভারতের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থ প্রমাণিত হচ্ছে। যার ফলস্বরূপ গত মার্চ মাস থেকে দেশের একাধিক ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই হালে বেশ কিছু সংস্থা দেশীয় প্রযুক্তিতে ব্যাটারি সেল তৈরিতে হাত লাগাতে চলছে। যাদের মধ্যে অন্যতম ওলা ইলেকট্রিক (Ola Electric)। সেই পথে এখন পা বাড়িয়েছে এক্সাইড।

সংস্থাটি জানিয়েছে, এক্সাইড এনার্জি সলিউশনস লিমিটেডের শাখা এক্সাইড ইন্ডাস্ট্রিজ মঙ্গলবার কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট (KIADB)-র থেকে বেঙ্গালুরুর হাইটেক, ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস পার্ক, ফেজ-২ এলাকায় ৮০ একর জমি নিয়েছে। এখানে বিশ্বমানের পরিবেশবান্ধব মাল্টি গিগাওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের কারখানা তৈরি করবে এক্সাইড। এগুলি বৈদ্যুতিক গাড়ি ও অন্যান্য পাওয়ার স্টোরেজ ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, এ বছরের মার্চে এক্সাইড ইন্ডাস্ট্রিজ ভারতের লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির জন্য একটি চীনা কোম্পানির সাথে বেশ কিছু বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এক্সাইড জানায়, SVOLT Energy Technology Co Ltd-এর সাথে হাত মেলালো ফলে এদেশে লিথিয়াম আয়ন সেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার, অপরিবর্তনীয় ও বাণিজ্যিকীকরণের অধিকার এবং লিথিয়াম আয়ন সেলের লাইসেন্স কিভাবে পাওয়া যায়, তা জানতে পারবে তারা।

এদিকে সংস্থাটি অত্যাধুনিক রসায়ন সেল ব্যাটারি স্টোরেজ তৈরির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পে অংশগ্রহণ করেছে। এই প্রসঙ্গে সংস্থার এমডি এবং সিইও সুবীর চক্রবর্তী এর আগে বলেছিলেন, “লিথিয়াম আয়ন ব্যাটারির উৎপাদনে SVOLT-এর প্রযুক্তিবিদ, গবেষণা ও উন্নয়নের সক্ষমতা, এবং বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক্সাইড একটি মাল্টি গিগাওয়াট লিথিয়াম আয়ন সেলের কারখানা তৈরির পরিকল্পনা করছে।”

Show Full Article
Next Story