ফেব্রুয়ারিতে ভারত থেকে গাড়ি-বাইকের রপ্তানি একধাক্কায় 35% কমল, কী কারণে পতন?

২০২৩-এর ফেব্রুয়ারিতে ভারত যাত্রী গাড়ি ও টু-হুইলার বিক্রিতে ব্যাপক উত্থান ঘটলেও রপ্তানিতে একধাক্কায় পতন লক্ষ্য করা গিয়েছে। দুই, তিন, এমনকি চার চাকার গাড়িতেও এর প্রভাব…

২০২৩-এর ফেব্রুয়ারিতে ভারত যাত্রী গাড়ি ও টু-হুইলার বিক্রিতে ব্যাপক উত্থান ঘটলেও রপ্তানিতে একধাক্কায় পতন লক্ষ্য করা গিয়েছে। দুই, তিন, এমনকি চার চাকার গাড়িতেও এর প্রভাব পড়েছে। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম (সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স)-এর তথ্য অনুযায়ী গত মাসে এ দেশ থেকে মোট ৩,০১,৫৬১ ইউনিট টু হুইলার, থ্রি হুইলার এবং প্যাসেঞ্জার ভেহিকেল রপ্তানি হয়েছে। যেখানে এক বছর আগে এর পরিমাণ ছিল ৪,৬৩,০২৫ ইউনিট।

আসলে রপ্তানিতে পতনের কারণ হিসেবে, যে সমস্ত দেশে যানবাহন সরবরাহ করা হয়, ডলারের তুলনায় স্থানীর মুদ্রায় পতনকেই এর জন্য দায়ী করা হয়েছে। বিশেষত আফ্রিকার দেশগুলিতে। পরিসংখ্যান বলছে, গত মাসে মোটরসাইকেল ও স্কুটারের চালান ৩,৭৫,৬৮৯ ইউনিট থেকে ৩৭% কমে ২,৩৫,০৮৭ ইউনিট হয়েছে। যার মধ্যে মোটরসাইকেলের রপ্তানি এক‌ বছর আগে ৩,৪৯,২২১ থেকে নেমে গত মাসে ২,০১,০৯৭ ইউনিটে এসে দাঁড়িয়েছে। তবে স্কুটারের এক্সপোর্ট ২৪,৮৩০ থেকে বেড়ে ৩৩,৩৭৮ ইউনিটে পৌঁছেছে।

এদিকে তিন চাকার গাড়ির ক্ষেত্রে গত মাসে রপ্তানির সংখ্যাটি ছিল ১৯,৬৪০। এক বছর আগে যার পরিমাণ ছিল ৩৫,৯৯৭। ফলে এক্ষেত্রেও ৪৫% ঘাটতি দেখা গিয়েছে। এবার আসা যাক যাত্রীবাহী গাড়ির প্রসঙ্গে। গেল মাসে এদেশ থেকে মোট ৪৬,৪৮৬ ইউনিট গাড়ি রপ্তানি করা হয়েছে বলে সিয়াম জানিয়েছে। যেখানে আগের বছর ওই সময়ে এই সংখ্যাটি ছিল ৫১,২১৩ ইউনিট। ফলে গত মাসে প্যাসেঞ্জার ভেহিকেলের সরবরাহে ঘাটতির শতকরা হার ৯ শতাংশ।

আফ্রিকা সহ গাড়ি রপ্তানি করা হয় এমন বিভিন্ন দেশের মুদ্রায় ডলারের সাপেক্ষে পতনের কারণে এদেশ থেকে যানবাহনের চালানে প্রভাব পড়েছে। সেই সমস্ত দেশগুলিতে বিদেশি মুদ্রার সম্ভারে টান পড়েছে। ফলে গাড়ির বিক্রি কমার জন্য আমদানিও কমেছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন সিয়ামের ডিরেক্টর জেনারেল রাজেশ মেনন।