ফেস আনলক থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গাড়িতে স্মার্টফোনের মতো প্রযুক্তি আনছে Genesis

কেমন হবে, যদি আপনার গাড়ি আপনার মুখ চিনে নিজে থেকেই দরজা খুলে দেয়? অথবা দরজা খুলে দেওয়ার পর গাড়ি স্বংয়ক্রিয় ভাবে আপনার...
SHUVRO 28 Sept 2021 11:36 AM IST

কেমন হবে, যদি আপনার গাড়ি আপনার মুখ চিনে নিজে থেকেই দরজা খুলে দেয়? অথবা দরজা খুলে দেওয়ার পর গাড়ি স্বংয়ক্রিয় ভাবে আপনার পছন্দনুযায়ী গান চালিয়ে দিলে ব্যাপারটা বেশ মজার না? তবে এসব তো শুধুমাত্র কল্পবিজ্ঞানের কাহিনী বা সিনেমাতে দেখা যায়। কিন্তু বাস্তবে বিলাসবহুল গাড়ি নির্মাতা জেনেসিস (Genesis)-এর ফেস কানেক্ট টেকনোলজি (Face Connect Technology)-র দৌলতে আজ কিন্তু সেরকমটা সম্ভব। সংস্থাটি জানিয়েছে, তারা স্মার্টফোনের ফেস আইডি-র আদলে স্মার্ট গাড়ির জন্য ওই প্রযুক্তি তৈরি করেছে। যা যাত্রী ও চালকের মুখ চিনতে পারে, স্মার্ট কী ছাড়াই দরজা বন্ধ বা খুলতে পারে, এবং এগুলি ছাড়াও করতে পারে অনেক কিছু।

Genesis-এর Face Connect Technology কী ভাবে কাজ করবে?

জেনেসিসের ফেস কানেক্ট টেকনোলজি চালকের মুখ সনাক্ত করার পর, এটি তার প্রোফাইলের সাথে সিঙ্ক করবে। চালক সিট কতটা উঁচু বা নিচু পছন্দ করেন, তার তথ্য প্রোফাইল থেকে নিয়ে গাড়ি স্বয়ংক্রিয় ভাবে চালকের আসন অ্যাডজাস্ট করবে। এছাড়া গাড়ি নিজে থেকেই চালকের পছন্দমতো হেড-আপ ডিসপ্লে, স্টিয়ারিং হুইল, সাইড মিরর, ও ইনফোটেইনমেন্ট সিস্টেমও অ্যাডজাস্ট করে দেবে।

জেনেসিসের ফেস কানেক্ট টেকনোলজির কেন্দ্রে রয়েছে একটি নিয়ার ইনফ্রা-রেড ক্যামেরা, যা যে কোনও পরিবেশে, এমনকি অন্ধকারেও ফেস রিকগনিশনে সক্ষম। পাশাপাশি গাড়ির সিস্টেমে কোনও মুখ প্রি-রেজিস্টার করা আছে কি না, এটি তাও শনাক্ত করতে পারে।

প্রযুক্তিটির মোদ্দা কথা হল, সব সময় গাড়ির চাবি সঙ্গে রাখার কোনও প্রয়োজন নেই। চাবি গাড়ির মধ্যে ফেলে রেখে আসলে বা না খুঁজে পাওয়া গেলেও জেনেসিসের ফেস কানেক্ট টেকনোলজির সৌজন্যে গাড়ি লক-আনলক এক চুটকিতে সম্পন্ন হবে।

জেনেসিসের কথায়, ফেস কানেক্ট সিস্টেম প্রতিটি গাড়ির জন্য দু'জনের মুখাবয়ব সংরক্ষণ করতে পারে। সেই মুখগুলি গাড়িতে এনক্রিপ্ট করা থাকে ফলে নিরাপত্তার ঝুঁকি কমে যায়। আবার স্মার্টফোনের মতো আর একটি সিকিউরিটি সিস্টেমের ঘোষণা করেছে সংস্থাটি - ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন। স্মার্টফোন বা স্মার্ট কী ছাড়াই আঙুলের ছাপ দিয়ে গাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্ৰণ নিজের হাতে রাখতে পারবেন চালক।

জেনেনিস তাদের আপকামিং জিভি৬০ (GV60) মডেলের গাড়িতে প্রযুক্তিগুলি প্রয়োগের পরিকল্পনা করছে। আবার পরবর্তীতে সংস্থার প্রত্যেকটি গাড়িতে এগুলি ফিচার হিসেবে যুক্ত হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story